বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

মেহরাব হোসেন

বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধের ১ ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৩ জুলাই) দুপুর ৩টায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসিগেটের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কানিজ ফতেমা শান্তা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে একটি মটরসাইকেল এসে ঐ শিক্ষার্থীর পায়ে আঘাত করে৷ এতে পা ভেঙ্গে যায় ঐ ছাত্রীর। আহত শিক্ষার্থী বর্তমান শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷

উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো; বাইকটি চিহ্নিত করে যথাযথ শাস্তির আওতায় আনা, আহত শিক্ষার্থীর চিকিৎস্যা ব্যায় বহন করবে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং দেওয়া এবং গাড়ির গতিসীমা সীমিতকরণ প্রভৃতি।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন বলেন ‘আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী কানিজ ফাতিমা শান্তার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাইক দুর্ঘটনায় পা ভেঙ্গে গেছে। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করি। পরে উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহফুজ আলম দৈনিক বাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বাইক দুর্ঘটনায় আহতদের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।’

ইবিহো/এসএস

বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

মেহরাব হোসেন

বাইক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধের ১ ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৩ জুলাই) দুপুর ৩টায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসিগেটের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কানিজ ফতেমা শান্তা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে একটি মটরসাইকেল এসে ঐ শিক্ষার্থীর পায়ে আঘাত করে৷ এতে পা ভেঙ্গে যায় ঐ ছাত্রীর। আহত শিক্ষার্থী বর্তমান শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷

উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো; বাইকটি চিহ্নিত করে যথাযথ শাস্তির আওতায় আনা, আহত শিক্ষার্থীর চিকিৎস্যা ব্যায় বহন করবে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং দেওয়া এবং গাড়ির গতিসীমা সীমিতকরণ প্রভৃতি।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন বলেন ‘আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী কানিজ ফাতিমা শান্তার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাইক দুর্ঘটনায় পা ভেঙ্গে গেছে। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করি। পরে উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহফুজ আলম দৈনিক বাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বাইক দুর্ঘটনায় আহতদের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।’

ইবিহো/এসএস