‘বাতিলের ঘরবসতি’ প্রদর্শিত হবে যেখানে, নাটকের উপজীব্য কী?

রেফায়েত উল্যাহ রুপক

 ‘বাতিলের ঘর বসতি’ নাটক প্রদর্শিত হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।

অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩০ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির (চট্টগ্রাম) মূল অডিটোরিয়ামে প্রদর্শন করছে অঙ্গনের নাটকের বিভাগের পঞ্চম প্রয়োজনা নাটক ‘বাতিলের ঘরবসতি’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অঙ্গন, চবি’র সভাপতি ড. রাহমান নাসির উদ্দিন।

সমাজে বিদ্যমান শ্রেণি বৈষম্য ও সামাজিক অসমতা এই নাটকের উপজীব্য। সমাজে বসবাস করা নিম্নবর্গের মানুষের জীবনধারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই নাটকে।

নাটকের রচয়িতা ও নির্দেশক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, ‘এ নাটকে মূলত সমাজে বিদ্যমান শ্রেণি দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা হয়েছে উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মানুষের দ্বান্দ্বিক সম্পর্কের মধ্য দিয়ে। যখন সমাজের উচ্চবৃত্তের চোখ বস্তির অসহায়, নিপীড়িত মানুষদের ওপর পড়ে তখন তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এসব ঘটনা প্রবাহকেই নাটকের মাধ্যমে উপস্থাপন করা হবে।’

ইবিহো/এসএস

‘বাতিলের ঘরবসতি’ প্রদর্শিত হবে যেখানে, নাটকের উপজীব্য কী?

রেফায়েত উল্যাহ রুপক

 ‘বাতিলের ঘর বসতি’ নাটক প্রদর্শিত হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।

অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩০ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির (চট্টগ্রাম) মূল অডিটোরিয়ামে প্রদর্শন করছে অঙ্গনের নাটকের বিভাগের পঞ্চম প্রয়োজনা নাটক ‘বাতিলের ঘরবসতি’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অঙ্গন, চবি’র সভাপতি ড. রাহমান নাসির উদ্দিন।

সমাজে বিদ্যমান শ্রেণি বৈষম্য ও সামাজিক অসমতা এই নাটকের উপজীব্য। সমাজে বসবাস করা নিম্নবর্গের মানুষের জীবনধারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই নাটকে।

নাটকের রচয়িতা ও নির্দেশক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, ‘এ নাটকে মূলত সমাজে বিদ্যমান শ্রেণি দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা হয়েছে উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মানুষের দ্বান্দ্বিক সম্পর্কের মধ্য দিয়ে। যখন সমাজের উচ্চবৃত্তের চোখ বস্তির অসহায়, নিপীড়িত মানুষদের ওপর পড়ে তখন তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এসব ঘটনা প্রবাহকেই নাটকের মাধ্যমে উপস্থাপন করা হবে।’

ইবিহো/এসএস