বিখ্যাত ৫টি বিজনেস স্কুল স্কলারশিপ

মুসাররাত আবির

হার্ভার্ড বিজনেস স্কুল। ছবি: সংগৃহীত

কোনো রকম আর্থিক সাহায্য ছাড়া বিদেশে এমবিএ ডিগ্রি অর্জন করাটা বেশ ব্যয়বহুল। যেহেতু এমবিএ একটি প্রোফেশনাল ডিগ্রি, তাই বিশ্বের ভালো বিশ্ববিদ্যালয়গুলো দুই থেকে তিন বছরের প্রোফেশনাল অভিজ্ঞতা ছাড়া এমবিএ করার সুযোগ দেয় না। তাই স্কলারশিপের জন্য বেশ ভালো রকমের প্রতিযোগিতার ভেতর দিয়ে যেতে হয়। তবে বিশ্বের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই এমবিএ ডিগ্রির ওপর রয়েছে বৃত্তির সুযোগ।

মূলত দুটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয়: নিড বেজড ও মেরিট বেজড। যাঁদের স্নাতক ফলাফল ভালো থাকে, নেতৃত্বের অভিজ্ঞতা এবং জিম্যাট স্কোর ভালো হয়, কেবল তাঁরাই এ বৃত্তি পেয়ে থাকেন। আর যাঁদের আর্থিক অবস্থা ভালো না, তাঁরা নিড বেজড স্কলারশিপ পেয়ে থাকেন। আজ থাকছে বিশ্বের ৫টি এমবিএ স্কলারশিপ নিয়ে আলোচনা।

হার্ভার্ড বিজনেস স্কুল
হার্ভার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস স্কুলগুলোর মধ্যে একটি। এখানে নিড বেজড স্কলারশিপ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ স্কলারশিপ দেওয়া হয়; অর্থাৎ দুই বছরের কোর্সে স্কলারশিপের পরিমাণ ৮০ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে শতভাগ টিউশন ফি মওকুফ করা হয়। সে ক্ষেত্রে একাডেমিক ফলাফল ভালো হতে হবে। নিড বেজড স্কলারশিপের সুবিধা নিতে হলে আপনাকে বিগত তিন বছরের ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট, লোন, স্থায়ী সম্পদের পরিমাণ দেখাতে হবে। তা ছাড়া এখানে স্টুডেন্ট লোন নেওয়ারও সুবিধা রয়েছে।

বিস্তারিত: https://www.hbs.edu/mba/blog/post/harvard-mba-cost-scholarship-financial-aid-top-questions

চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল
চীনের সাংহাইয়ে অবস্থিত এই বিজনেস স্কুলটি স্কলারশিপের জন্য বেশ পরিচিত। প্রতিবছর এখানকার অন্তত এক-তৃতীয়াংশ শিক্ষার্থী টিউশন ফির ওপর ২৫-১০০ ভাগ স্কলারশিপ পেয়ে থাকেন। কারণ এখানে রয়েছে একাধিক প্রোগ্রামের স্কলারশিপ পাওয়ার সুব্যবস্থা। যেমন নিড বেজড, মেরিট বেজড, ডাইভার্সিটি বেজড, এডুকেশন ফান্ড, কোম্পানি স্পন্সরড স্কলারশিপ, সোশ্যাল ফিন্যান্স লোন, এক্সিলেন্স স্কলারশিপ, উইমেন লিডারশিপ স্কলারশিপ, উদ্যোক্তা স্কলারশিপ ইত্যাদি। এসব স্কলারশিপের জন্য একাডেমিক ও প্রফেশনাল অর্জন থাকতে হবে।

বিস্তারিত: https://www.ceibs.edu/mba/expenses-financial-aid

স্ট্যানফোর্ড গ্র‍্যাজুয়েট স্কুল অব বিজনেস
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই বিজনেস স্কুল পুরো কোর্সে ৮০ হাজার ডলারের মতো নিড বেজড স্কলারশিপ দিয়ে থাকে। শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর স্ট্যানফোর্ড তাঁদের ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে কে কত স্কলারশিপ পাবেন তা হিসাব করে। যদি নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত অর্থ প্রয়োজন হয়, তখন স্টুডেন্ট লোনের ব্যবস্থা করা হয়।

বিস্তারিত: https://www.gsb. stanford.edu/programs/mba/tuition-financial-aid/types-aid

লন্ডন বিজনেস স্কুল
এখানেও নানান ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়, বিশেষ করে লিঙ্গ ও জাতীয়তা ভেদে বৃত্তি পাওয়া যায়। যেমন মেরিট স্কলারশিপ, আই স্কুল কানেক্ট স্কলারশিপ, পিস ফেলোশিপ, বেইনস ট্রু নর্থ স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ ইত্যাদি। মেরিট স্কলারশিপে সর্বোচ্চ ১২ হাজার ইউরো বৃত্তি দেওয়া হয়।

বিস্তারিত: https://www.london. edu/masters-degrees/mba/fees-financing-and-scholarships

এফডব্লিউ অলিন গ্র‍্যাজুয়েট স্কুল অব বিজনেস
এই বিজনেস স্কুল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত ব্যাবসন কলেজের অন্তর্ভুক্ত। এখানে বৃত্তি পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হয় না। ব্যাবসন কলেজে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করেন। এখানকার স্কলারশিপে কেবল টিউশন ফি নয়, বই এবং অন্যান্য একাডেমিক সাপ্লাইও অন্তর্ভুক্ত। ১৮ মাসের এমবিএ কোর্সে আপনি সর্বোচ্চ ৬ লাখ ডলার পেতে পারেন। কিছু কিছু ফেলোশিপে পুরো টিউশন ফি মওকুফ করা হয়।

বিস্তারিত: https://olin.wustl.edu/

এগুলো ছাড়াও রয়েছে কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, হোয়ারটন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেনিসলভানিয়া, ডিউক ইউনিভার্সিটি ফুকুয়া স্কুল অব বিজনেস, জর্জটাউন ইউনিভার্সিটি ইত্যাদি বিশ্বের সেরা বিজনেস স্কুলের অন্তর্ভুক্ত।

বিখ্যাত ৫টি বিজনেস স্কুল স্কলারশিপ

মুসাররাত আবির

হার্ভার্ড বিজনেস স্কুল। ছবি: সংগৃহীত

কোনো রকম আর্থিক সাহায্য ছাড়া বিদেশে এমবিএ ডিগ্রি অর্জন করাটা বেশ ব্যয়বহুল। যেহেতু এমবিএ একটি প্রোফেশনাল ডিগ্রি, তাই বিশ্বের ভালো বিশ্ববিদ্যালয়গুলো দুই থেকে তিন বছরের প্রোফেশনাল অভিজ্ঞতা ছাড়া এমবিএ করার সুযোগ দেয় না। তাই স্কলারশিপের জন্য বেশ ভালো রকমের প্রতিযোগিতার ভেতর দিয়ে যেতে হয়। তবে বিশ্বের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই এমবিএ ডিগ্রির ওপর রয়েছে বৃত্তির সুযোগ।

মূলত দুটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয়: নিড বেজড ও মেরিট বেজড। যাঁদের স্নাতক ফলাফল ভালো থাকে, নেতৃত্বের অভিজ্ঞতা এবং জিম্যাট স্কোর ভালো হয়, কেবল তাঁরাই এ বৃত্তি পেয়ে থাকেন। আর যাঁদের আর্থিক অবস্থা ভালো না, তাঁরা নিড বেজড স্কলারশিপ পেয়ে থাকেন। আজ থাকছে বিশ্বের ৫টি এমবিএ স্কলারশিপ নিয়ে আলোচনা।

হার্ভার্ড বিজনেস স্কুল
হার্ভার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস স্কুলগুলোর মধ্যে একটি। এখানে নিড বেজড স্কলারশিপ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ স্কলারশিপ দেওয়া হয়; অর্থাৎ দুই বছরের কোর্সে স্কলারশিপের পরিমাণ ৮০ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে শতভাগ টিউশন ফি মওকুফ করা হয়। সে ক্ষেত্রে একাডেমিক ফলাফল ভালো হতে হবে। নিড বেজড স্কলারশিপের সুবিধা নিতে হলে আপনাকে বিগত তিন বছরের ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট, লোন, স্থায়ী সম্পদের পরিমাণ দেখাতে হবে। তা ছাড়া এখানে স্টুডেন্ট লোন নেওয়ারও সুবিধা রয়েছে।

বিস্তারিত: https://www.hbs.edu/mba/blog/post/harvard-mba-cost-scholarship-financial-aid-top-questions

চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল
চীনের সাংহাইয়ে অবস্থিত এই বিজনেস স্কুলটি স্কলারশিপের জন্য বেশ পরিচিত। প্রতিবছর এখানকার অন্তত এক-তৃতীয়াংশ শিক্ষার্থী টিউশন ফির ওপর ২৫-১০০ ভাগ স্কলারশিপ পেয়ে থাকেন। কারণ এখানে রয়েছে একাধিক প্রোগ্রামের স্কলারশিপ পাওয়ার সুব্যবস্থা। যেমন নিড বেজড, মেরিট বেজড, ডাইভার্সিটি বেজড, এডুকেশন ফান্ড, কোম্পানি স্পন্সরড স্কলারশিপ, সোশ্যাল ফিন্যান্স লোন, এক্সিলেন্স স্কলারশিপ, উইমেন লিডারশিপ স্কলারশিপ, উদ্যোক্তা স্কলারশিপ ইত্যাদি। এসব স্কলারশিপের জন্য একাডেমিক ও প্রফেশনাল অর্জন থাকতে হবে।

বিস্তারিত: https://www.ceibs.edu/mba/expenses-financial-aid

স্ট্যানফোর্ড গ্র‍্যাজুয়েট স্কুল অব বিজনেস
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই বিজনেস স্কুল পুরো কোর্সে ৮০ হাজার ডলারের মতো নিড বেজড স্কলারশিপ দিয়ে থাকে। শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর স্ট্যানফোর্ড তাঁদের ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে কে কত স্কলারশিপ পাবেন তা হিসাব করে। যদি নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত অর্থ প্রয়োজন হয়, তখন স্টুডেন্ট লোনের ব্যবস্থা করা হয়।

বিস্তারিত: https://www.gsb. stanford.edu/programs/mba/tuition-financial-aid/types-aid

লন্ডন বিজনেস স্কুল
এখানেও নানান ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়, বিশেষ করে লিঙ্গ ও জাতীয়তা ভেদে বৃত্তি পাওয়া যায়। যেমন মেরিট স্কলারশিপ, আই স্কুল কানেক্ট স্কলারশিপ, পিস ফেলোশিপ, বেইনস ট্রু নর্থ স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ ইত্যাদি। মেরিট স্কলারশিপে সর্বোচ্চ ১২ হাজার ইউরো বৃত্তি দেওয়া হয়।

বিস্তারিত: https://www.london. edu/masters-degrees/mba/fees-financing-and-scholarships

এফডব্লিউ অলিন গ্র‍্যাজুয়েট স্কুল অব বিজনেস
এই বিজনেস স্কুল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত ব্যাবসন কলেজের অন্তর্ভুক্ত। এখানে বৃত্তি পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হয় না। ব্যাবসন কলেজে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করেন। এখানকার স্কলারশিপে কেবল টিউশন ফি নয়, বই এবং অন্যান্য একাডেমিক সাপ্লাইও অন্তর্ভুক্ত। ১৮ মাসের এমবিএ কোর্সে আপনি সর্বোচ্চ ৬ লাখ ডলার পেতে পারেন। কিছু কিছু ফেলোশিপে পুরো টিউশন ফি মওকুফ করা হয়।

বিস্তারিত: https://olin.wustl.edu/

এগুলো ছাড়াও রয়েছে কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, হোয়ারটন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেনিসলভানিয়া, ডিউক ইউনিভার্সিটি ফুকুয়া স্কুল অব বিজনেস, জর্জটাউন ইউনিভার্সিটি ইত্যাদি বিশ্বের সেরা বিজনেস স্কুলের অন্তর্ভুক্ত।