বিসিএসে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে হাবিপ্রবিই সেরা

হাবিপ্রবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪০তম পরীক্ষার গেজেট প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার। গেজেট পর্যবেক্ষণে দেখা যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে প্রায় ৩৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। যা বাংলাদেশের সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ।

এ ছাড়া বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অন্যান্য সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাবিপ্রবি সবার চেয়ে এগিয়ে। ৪০ তম বিসিএসের প্রকাশিত গেজেট থেকে জানা যায়, প্রশাসন ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ফাহমিদা আক্তার। পুলিশ ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির ভিটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মো. রুহুল আমিন লাবু।

প্রাণিসম্পদ ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির ১১ জন শিক্ষার্থী। তারা হলেন- মো. নোমান আলী, সজীব হাওলাদার, মোছা. হোসনে আরা খাতুন,  ডা. মো. আব্দুল করিম, মো. নূরে-ই- আলম সিদ্দিক (নয়ন),  মো. আখতারুজ্জামান লোটাস, মো. জাহেদুল ইসলাম জাহিদ, উৎপল রায়, মো. মেজবাবুল হোসেন, আরিফা পারভীন ও মো. সিরাজউদ্দিন।

এদিকে কৃষি ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির ১৪ জন শিক্ষার্থী। তারা হলেন- মোছা. মোর্শেদা খাতুন, ফারিহা তিলাত নিলয়, দিলরুবা ইয়াসমিন লাকি, ইসরাত জাহান লিমা, হুমায়রা বিনতে আলী, শাহাজাহান আলী সরদার, মোছা. মাসকুরা খাতুন, মো. আঃ ছালাম নিরব, সাবরিনা মুস্তারি মুমু, মো. হাসানুজ্জামান, মো. জহির রায়হান, মোছা.  সাদিয়া সুলতানা, রুহুল আমিন সরকার ও মোসাদ্দেক লাভলু।

এ ছাড়াও মৎস্য ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির দুই শিক্ষার্থী। তারা হলেন কৌশিক সরকার (জিৎ)  ও মো. মোকাররম হোসেন। সমবায় ক্যাডার পেয়েছেন কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাঞ্জিমুন নাহিদ। শিক্ষা ক্যাডার পেয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম শিমুল ও মো. গোলাম রাব্বানী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম।চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় নিজ অনুভূতির কথা ব্যক্ত করে ফারিহা তিলাত নিলয় বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। সবাই অনেক পরিশ্রম করেছে কিন্তু অনেকের ভাগ্য সহায় হয়নি। আল্লাহর রহমত আর বাবা-মা এর দোয়ায় আজ এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ!

অন্যদিকে, চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় নিজ অনুভূতির কথা ব্যক্ত করে কৌশিক সরকার (জিৎ) বলেন, ‘২০১৮ সালে প্রকাশিত সার্কুলারের গেজেট হলো ২০২২ সালের পহেলা নভেম্বর। একটা স্বপ্নের জন্য অপেক্ষা আর ধৈর্যের এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে এমন কোনো বিসিএস ব্যাচ আছে বলে আমার জানা নেই! তাই গেজেটেড হবার খবরটা আমার কাছে একটা অসাধারণ অনুভূতি, একই সঙ্গে স্বস্তিদায়ক, তৃপ্তিদায়ক এবং স্বপ্ন পূরণের পাথেয়। তাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আমার এ দীর্ঘ বিসিএস জার্নিতে সহযোগিতা করেছেন, আমার চলার পথকে সহজ করেছেন, সর্বোপরি আমার উপর বিশ্বাস রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য যে, হাবিপ্রবি থেকে আগামীতে আরও ক্যাডার সংখ্যা বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলেই। সাবেক শিক্ষার্থীদের এমন অর্জনে খুশি বর্তমানে বিভিন্ন অনুষদে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা।

বিসিএসে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে হাবিপ্রবিই সেরা

হাবিপ্রবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪০তম পরীক্ষার গেজেট প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার। গেজেট পর্যবেক্ষণে দেখা যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে প্রায় ৩৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। যা বাংলাদেশের সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ।

এ ছাড়া বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অন্যান্য সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাবিপ্রবি সবার চেয়ে এগিয়ে। ৪০ তম বিসিএসের প্রকাশিত গেজেট থেকে জানা যায়, প্রশাসন ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ফাহমিদা আক্তার। পুলিশ ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির ভিটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মো. রুহুল আমিন লাবু।

প্রাণিসম্পদ ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির ১১ জন শিক্ষার্থী। তারা হলেন- মো. নোমান আলী, সজীব হাওলাদার, মোছা. হোসনে আরা খাতুন,  ডা. মো. আব্দুল করিম, মো. নূরে-ই- আলম সিদ্দিক (নয়ন),  মো. আখতারুজ্জামান লোটাস, মো. জাহেদুল ইসলাম জাহিদ, উৎপল রায়, মো. মেজবাবুল হোসেন, আরিফা পারভীন ও মো. সিরাজউদ্দিন।

এদিকে কৃষি ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির ১৪ জন শিক্ষার্থী। তারা হলেন- মোছা. মোর্শেদা খাতুন, ফারিহা তিলাত নিলয়, দিলরুবা ইয়াসমিন লাকি, ইসরাত জাহান লিমা, হুমায়রা বিনতে আলী, শাহাজাহান আলী সরদার, মোছা. মাসকুরা খাতুন, মো. আঃ ছালাম নিরব, সাবরিনা মুস্তারি মুমু, মো. হাসানুজ্জামান, মো. জহির রায়হান, মোছা.  সাদিয়া সুলতানা, রুহুল আমিন সরকার ও মোসাদ্দেক লাভলু।

এ ছাড়াও মৎস্য ক্যাডার পেয়েছেন হাবিপ্রবির দুই শিক্ষার্থী। তারা হলেন কৌশিক সরকার (জিৎ)  ও মো. মোকাররম হোসেন। সমবায় ক্যাডার পেয়েছেন কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাঞ্জিমুন নাহিদ। শিক্ষা ক্যাডার পেয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম শিমুল ও মো. গোলাম রাব্বানী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম।চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় নিজ অনুভূতির কথা ব্যক্ত করে ফারিহা তিলাত নিলয় বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। সবাই অনেক পরিশ্রম করেছে কিন্তু অনেকের ভাগ্য সহায় হয়নি। আল্লাহর রহমত আর বাবা-মা এর দোয়ায় আজ এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ!

অন্যদিকে, চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় নিজ অনুভূতির কথা ব্যক্ত করে কৌশিক সরকার (জিৎ) বলেন, ‘২০১৮ সালে প্রকাশিত সার্কুলারের গেজেট হলো ২০২২ সালের পহেলা নভেম্বর। একটা স্বপ্নের জন্য অপেক্ষা আর ধৈর্যের এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে এমন কোনো বিসিএস ব্যাচ আছে বলে আমার জানা নেই! তাই গেজেটেড হবার খবরটা আমার কাছে একটা অসাধারণ অনুভূতি, একই সঙ্গে স্বস্তিদায়ক, তৃপ্তিদায়ক এবং স্বপ্ন পূরণের পাথেয়। তাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আমার এ দীর্ঘ বিসিএস জার্নিতে সহযোগিতা করেছেন, আমার চলার পথকে সহজ করেছেন, সর্বোপরি আমার উপর বিশ্বাস রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য যে, হাবিপ্রবি থেকে আগামীতে আরও ক্যাডার সংখ্যা বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলেই। সাবেক শিক্ষার্থীদের এমন অর্জনে খুশি বর্তমানে বিভিন্ন অনুষদে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা।