বেরোবিতে এক আসনের বিপরীতে লড়বেন ২০ ভর্তিচ্ছু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শেষ হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন প্রক্রিয়া। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলে ভর্তির আবেদন।

বেরোবিতে ১৩৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৮ হাজার ২৩০ জন। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন ভর্তিচ্ছুরোববার (৩০ অক্টোবর) দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৫ হাজার ১০০ জন। সে হিসাবে প্রতিটি সিটের বিপরীতে গড়ে ২১ জন ভর্তিচ্ছু লড়বেন।

বি-ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ২৮২টি। প্রতি আসনে লড়ছে ২৬ জন করে।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন আবেদন করেছেন। এ হিসাবে সি ইউনিটে প্রতি আসনের জন্য লড়ছে ১২ জন করে ভর্তিচ্ছু।রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী জাগো নিউজকে বলেন, সম্ভবত ৩ নভেম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

এসজে/জিকেএস

বেরোবিতে এক আসনের বিপরীতে লড়বেন ২০ ভর্তিচ্ছু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শেষ হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন প্রক্রিয়া। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলে ভর্তির আবেদন।

বেরোবিতে ১৩৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৮ হাজার ২৩০ জন। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন ভর্তিচ্ছুরোববার (৩০ অক্টোবর) দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৫ হাজার ১০০ জন। সে হিসাবে প্রতিটি সিটের বিপরীতে গড়ে ২১ জন ভর্তিচ্ছু লড়বেন।

বি-ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ২৮২টি। প্রতি আসনে লড়ছে ২৬ জন করে।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন আবেদন করেছেন। এ হিসাবে সি ইউনিটে প্রতি আসনের জন্য লড়ছে ১২ জন করে ভর্তিচ্ছু।রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী জাগো নিউজকে বলেন, সম্ভবত ৩ নভেম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

এসজে/জিকেএস