‘বেস্ট ওরাল প্রেজেন্টার’ হিসেবে স্বীকৃতি পেলেন ড. নিহাদ আদনান

পঞ্চম ইয়ং সাইন্টিস্ট কংগ্রেস ২০২২-এর প্রেজেন্টশনে ড. নিহাদ আদনান।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিহাদ আদনান বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস আয়োজিত পঞ্চম ইয়ং সাইন্টিস্ট কংগ্রেস ২০২২-এর ‘হেলথ নিউট্রিশনাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস্ সায়েন্সেস’ ক্যাটাগরিতে বেস্ট ওরাল প্রেজেন্টার হিসেবে পুরস্কার অর্জন করেন। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. নিহাদ আদনানের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সম্মান বৃদ্ধি করেছে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় শিক্ষা ও গবেষণায় ড. নিহাদ আদনানের অব্যাহত সাফল্য কামনা করেন।

ঢাকার আগারগাঁও এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ২৫ থেকে ২৭ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি ‘ডেঙ্গু অ্যান্টিবডিস ক্রস রিয়েক্ট উইথ সার্স কভ-২ রিসেপ্টের বাইন্ডিং ডোমেইন অ্যান্টিজেনস্’ শিরোনামে তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এমবিএইচ/এসএস

‘বেস্ট ওরাল প্রেজেন্টার’ হিসেবে স্বীকৃতি পেলেন ড. নিহাদ আদনান

পঞ্চম ইয়ং সাইন্টিস্ট কংগ্রেস ২০২২-এর প্রেজেন্টশনে ড. নিহাদ আদনান।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিহাদ আদনান বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস আয়োজিত পঞ্চম ইয়ং সাইন্টিস্ট কংগ্রেস ২০২২-এর ‘হেলথ নিউট্রিশনাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস্ সায়েন্সেস’ ক্যাটাগরিতে বেস্ট ওরাল প্রেজেন্টার হিসেবে পুরস্কার অর্জন করেন। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. নিহাদ আদনানের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সম্মান বৃদ্ধি করেছে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় শিক্ষা ও গবেষণায় ড. নিহাদ আদনানের অব্যাহত সাফল্য কামনা করেন।

ঢাকার আগারগাঁও এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ২৫ থেকে ২৭ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি ‘ডেঙ্গু অ্যান্টিবডিস ক্রস রিয়েক্ট উইথ সার্স কভ-২ রিসেপ্টের বাইন্ডিং ডোমেইন অ্যান্টিজেনস্’ শিরোনামে তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এমবিএইচ/এসএস