মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মোজাহিদুল ইসলাম নিরব

শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় পরিবার। আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে দিবসটি উদযাপন করা হয়। শ্রদ্ধা অর্পণ শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালি নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন।

কর্মসূচিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফুয়াদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. শাহ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এমবিএইচ/এসএস

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মোজাহিদুল ইসলাম নিরব

শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় পরিবার। আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে দিবসটি উদযাপন করা হয়। শ্রদ্ধা অর্পণ শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালি নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন।

কর্মসূচিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফুয়াদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. শাহ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এমবিএইচ/এসএস