শাবির গ্রাজুয়েট থেকে প্রথম ভিসি ড. জহিরুল হক

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ড. মোহাম্মদ জহিরুল হক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট থেকে প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি সিলেটের স্থানীয় বেসরকারি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হককে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, শাবিপ্রবির গ্রাজুয়েট হিসেবে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় আমরা গর্বিত। সবার আন্তরিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

শাবির গ্রাজুয়েট থেকে প্রথম ভিসি ড. জহিরুল হক

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ড. মোহাম্মদ জহিরুল হক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট থেকে প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি সিলেটের স্থানীয় বেসরকারি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হককে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, শাবিপ্রবির গ্রাজুয়েট হিসেবে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় আমরা গর্বিত। সবার আন্তরিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ