শিক্ষককে মারধরের অভিযোগে সেই আলামিন গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাবেক ছাত্র আলামিন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে মারধর করার অভিযোগে দুই সাবেক ছাত্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে আলামিন নামের ওই সাবেক ছাত্রকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস।

আলামিনকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান। তিনি সাটুরিয়া থানার ওসিকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে অন্য আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এর আগে গতকাল দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক নেতারা হামলাকারীদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টা আল্টিমেটাম বেঁধে দেন। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের সদস্যরা এবং শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

গত বুধবার উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে ডেকে এনে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে একই বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন (২১) ও রমজান আলী সজলের (২১) বিরুদ্ধে। আহত শিক্ষক তোফাজ্জল হোসেন সাটুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, আলামিনকে আজ ভোর ৪টায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শিক্ষককে মারধরের অভিযোগে সেই আলামিন গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাবেক ছাত্র আলামিন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে মারধর করার অভিযোগে দুই সাবেক ছাত্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে আলামিন নামের ওই সাবেক ছাত্রকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস।

আলামিনকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান। তিনি সাটুরিয়া থানার ওসিকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে অন্য আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এর আগে গতকাল দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক নেতারা হামলাকারীদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টা আল্টিমেটাম বেঁধে দেন। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের সদস্যরা এবং শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

গত বুধবার উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে ডেকে এনে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে একই বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন (২১) ও রমজান আলী সজলের (২১) বিরুদ্ধে। আহত শিক্ষক তোফাজ্জল হোসেন সাটুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, আলামিনকে আজ ভোর ৪টায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।