শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলার উপযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী

রেফায়েত উল্যাহ রুপক

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক শিরোনামে একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, এমপি। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার। সেমিনারের মুখ্য আলোচক প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করেছেন। মাওলানা ভাসানী, কমরেড মনি সিংসহ আরও অনেকে চেষ্টা করেছেন কিন্তু কেউ বঙ্গবন্ধুর মতো সাহস দেখাতে পারেননি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দুটি বিষয়ের উপর জোর দিয়েছিলেন, একটি হলো শিক্ষা, আর অন্যটি হলো ভাষা। কিন্তুু অত্যন্ত দুঃখের বিষয় আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা পড়ানো হয় না, ইতিহাস পড়ানো হয় না। শিক্ষকদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের শিক্ষকরা এখন শিক্ষকতা করেন না, তাঁরা চাকুরী করেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু জানতেন পাকিস্তান প্রতিষ্ঠা বাঙালির জন্য স্বাধীনতা নয়। বঙ্গবন্ধুর দীক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন, মুজিব মনে করেনা পাকিস্তান কাঠামোর মধ্যে পূর্ববাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয় হবে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। শিক্ষকরা কোনো লেজুড়বৃত্তি করুক এটা বঙ্গবন্ধু চাননি। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে। নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে দশবছর পর তাঁরা নিজেদের কোথায় দেখতে চায়।

মুখস্থ নির্ভর, সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এখন সফট স্কিল বাড়াতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় উপযোগী হতে হবে। আজকে আমরা আরও উন্নত ও আরও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এই স্বপ্ন তোমাদের বাস্তবায়ন করতে হবে।

ইবিহো/এসএস

শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলার উপযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী

রেফায়েত উল্যাহ রুপক

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক শিরোনামে একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, এমপি। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার। সেমিনারের মুখ্য আলোচক প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করেছেন। মাওলানা ভাসানী, কমরেড মনি সিংসহ আরও অনেকে চেষ্টা করেছেন কিন্তু কেউ বঙ্গবন্ধুর মতো সাহস দেখাতে পারেননি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দুটি বিষয়ের উপর জোর দিয়েছিলেন, একটি হলো শিক্ষা, আর অন্যটি হলো ভাষা। কিন্তুু অত্যন্ত দুঃখের বিষয় আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা পড়ানো হয় না, ইতিহাস পড়ানো হয় না। শিক্ষকদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের শিক্ষকরা এখন শিক্ষকতা করেন না, তাঁরা চাকুরী করেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু জানতেন পাকিস্তান প্রতিষ্ঠা বাঙালির জন্য স্বাধীনতা নয়। বঙ্গবন্ধুর দীক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন, মুজিব মনে করেনা পাকিস্তান কাঠামোর মধ্যে পূর্ববাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয় হবে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। শিক্ষকরা কোনো লেজুড়বৃত্তি করুক এটা বঙ্গবন্ধু চাননি। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে। নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে দশবছর পর তাঁরা নিজেদের কোথায় দেখতে চায়।

মুখস্থ নির্ভর, সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এখন সফট স্কিল বাড়াতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় উপযোগী হতে হবে। আজকে আমরা আরও উন্নত ও আরও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এই স্বপ্ন তোমাদের বাস্তবায়ন করতে হবে।

ইবিহো/এসএস