শিক্ষার্থীদের জেন্ডার সংবেদনশীল করে গড়ে তুলতে মাউশির উদ্যোগ

প্রতিবেদক, দৈনিক বাংলা
মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। ছবি: দৈনিক বাংলা

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা জোরদার করতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও ‍উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে মাউশি।

রোববার মাউশির কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এই স্মারকে স্বাক্ষর করেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের তথ্য মতে, এই চুক্তির ফলে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা বয়োঃসন্ধিকালের মানসিক ও জৈবিক পরিবর্তন সম্পর্কে শেখান হবে। যাতে করে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। পাশপাশি শিক্ষকদেরও জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। মাউশির নিদের্শনা অনুযায়ী এসব বিষয়ে কাজ করবে প্ল্যান ইন্টারন্যাশনাল। এ ছাড়াও কিশোর বয়সের নানা সুবিধা-অসুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের শেখানো হবে। একইসঙ্গে অস্বচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এটি এমন একটি আন্দোলন যার মাধ্যমে তরুণ-তরুণীরা সমতাকে আত্মস্থ করতে পারবে। এই বিষয়গুলো সাধারণত আমরা পরিবার বা সমাজে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এই উদ্যোগের ফলে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শেখাতে পারবো।

কবিতা বোস বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অভিজ্ঞদের দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এর পাশপাশি শিক্ষকদেরকেও প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেয়া হবে।

শিক্ষার্থীদের জেন্ডার সংবেদনশীল করে গড়ে তুলতে মাউশির উদ্যোগ

প্রতিবেদক, দৈনিক বাংলা
মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। ছবি: দৈনিক বাংলা

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা জোরদার করতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও ‍উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে মাউশি।

রোববার মাউশির কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এই স্মারকে স্বাক্ষর করেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের তথ্য মতে, এই চুক্তির ফলে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা বয়োঃসন্ধিকালের মানসিক ও জৈবিক পরিবর্তন সম্পর্কে শেখান হবে। যাতে করে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। পাশপাশি শিক্ষকদেরও জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। মাউশির নিদের্শনা অনুযায়ী এসব বিষয়ে কাজ করবে প্ল্যান ইন্টারন্যাশনাল। এ ছাড়াও কিশোর বয়সের নানা সুবিধা-অসুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের শেখানো হবে। একইসঙ্গে অস্বচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এটি এমন একটি আন্দোলন যার মাধ্যমে তরুণ-তরুণীরা সমতাকে আত্মস্থ করতে পারবে। এই বিষয়গুলো সাধারণত আমরা পরিবার বা সমাজে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এই উদ্যোগের ফলে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শেখাতে পারবো।

কবিতা বোস বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অভিজ্ঞদের দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এর পাশপাশি শিক্ষকদেরকেও প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেয়া হবে।