শীতার্তদের মুখে হাসি ফোটালো ইবির ‘তারুণ্য’

ফরহাদ খাদেম
শীতবস্ত্র গ্রহণ করছেন একজন শীতার্ত মা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল পরিচিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’ অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩ জানুয়ারি সকালে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সংগঠনটি প্রথম ধাপে প্রায় একশটি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আশিফা ইসরাতের স্বভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ওবাইদুর রহমান, সহ-সভাপতি রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু, তারুণ্য’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

শীতবস্ত্র গ্রহণ করছেন একজন শীতার্ত মা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্যে তারুণ্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, “তারুণ্যের একঝাঁক তরুণ ও নিবেদিত স্বেচ্ছাসেবকরা দীর্ঘ একমাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করে। সকাল হতে সন্ধ্যা কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে, শীতের রাতে আবাসিক হলের রুমগুলোতে কড়া নেড়ে শীতার্ত মানুষদের অসহায়ত্বের কথা জানান দেয় এই তরুণরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কুষ্টিয়া-ঝিনাইদহের মানুষের অনুদানের টাকায় এ শীতবস্ত্র প্রদান করা সম্ভব হয়েছে। মানতার টানে তারুণ্য উদ্যোগ নিয়েছে আর তাতে সকলের সহযোগিতায় কিছু শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পেরেছে তারুণ্য।”

শীতবস্ত্রের জন্য অপেক্ষা করছেন শীতার্ত মানুষ।

তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত বলেন, ‘অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।’ “অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য ” এই স্লোগানকে বুকে ধারণ করে ২৯ জুলাই ২০০৯ সালে তারুণ্য প্রতিষ্ঠিত হয়।

সংগঠনের একজন বক্তব্য দিচ্ছেন।

প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য’র সদস্যরা রক্তদানের প্রাত্যহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গণে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং, তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ, ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

এমবিএইচ/এসএস

শীতার্তদের মুখে হাসি ফোটালো ইবির ‘তারুণ্য’

ফরহাদ খাদেম
শীতবস্ত্র গ্রহণ করছেন একজন শীতার্ত মা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল পরিচিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’ অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩ জানুয়ারি সকালে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সংগঠনটি প্রথম ধাপে প্রায় একশটি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আশিফা ইসরাতের স্বভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ওবাইদুর রহমান, সহ-সভাপতি রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু, তারুণ্য’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

শীতবস্ত্র গ্রহণ করছেন একজন শীতার্ত মা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্যে তারুণ্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, “তারুণ্যের একঝাঁক তরুণ ও নিবেদিত স্বেচ্ছাসেবকরা দীর্ঘ একমাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করে। সকাল হতে সন্ধ্যা কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে, শীতের রাতে আবাসিক হলের রুমগুলোতে কড়া নেড়ে শীতার্ত মানুষদের অসহায়ত্বের কথা জানান দেয় এই তরুণরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কুষ্টিয়া-ঝিনাইদহের মানুষের অনুদানের টাকায় এ শীতবস্ত্র প্রদান করা সম্ভব হয়েছে। মানতার টানে তারুণ্য উদ্যোগ নিয়েছে আর তাতে সকলের সহযোগিতায় কিছু শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পেরেছে তারুণ্য।”

শীতবস্ত্রের জন্য অপেক্ষা করছেন শীতার্ত মানুষ।

তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত বলেন, ‘অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।’ “অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য ” এই স্লোগানকে বুকে ধারণ করে ২৯ জুলাই ২০০৯ সালে তারুণ্য প্রতিষ্ঠিত হয়।

সংগঠনের একজন বক্তব্য দিচ্ছেন।

প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য’র সদস্যরা রক্তদানের প্রাত্যহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গণে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং, তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ, ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

এমবিএইচ/এসএস