সহপাঠীকে হারিয়ে নিরাপদ সড়কের দাবি শিক্ষার্থীদের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

নিরাপদ সড়ক ও মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি : আদর রহমান

ট্রাকের ধাক্কায় সহপাঠী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফরিদপুর মডেল স্কুলের শিক্ষার্থীরা। এতে একাত্মতা ঘোষণা করে শামিল হন আশপাশের আরো ৮ থেকে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরাও।

নিরাপদ সড়ক ও মহাসড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালে সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে গতিরোধক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান তাঁরা।

 

kalerkanthoগত শুক্রবার ওই এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোখলেসুর রহমান ও তাঁর ছেলে ফয়সাল নিহত হয়। ফয়সাল ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফরিদপুর মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ক্ষোভ প্রকাশ করে বলে, ‘সড়কে শৃঙ্খলা নেই। বেপরোয়া গতিতে গাড়ি চালান চালকরা। তাঁদের (চালক) কারণে আমাদের সহপাঠী ফয়সালের মৃত্যু হয়েছে। এখানে দুই পাশে গতিরোধক নির্মাণ করতে হবে। ’

জৈনাবাজার আদর্শ একাডেমির শিক্ষার্থী জিসান বলে, ‘শুধু গতিরোধক নির্মাণই নয়, এখানে একটি পুলিশ বক্সও স্থাপন করতে হবে। ’

মাওনা মহাসড়ক থানার ওসি কংকন কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানাতে বলেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এরই মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের বলেছি, তাদের দাবিগুলো লিখিতভাবে দেওয়ার জন্য। লিখিত দাবি পেলে তা বাস্তবায়নের উদ্যোগ নেব। ’

সহপাঠীকে হারিয়ে নিরাপদ সড়কের দাবি শিক্ষার্থীদের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

নিরাপদ সড়ক ও মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি : আদর রহমান

ট্রাকের ধাক্কায় সহপাঠী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফরিদপুর মডেল স্কুলের শিক্ষার্থীরা। এতে একাত্মতা ঘোষণা করে শামিল হন আশপাশের আরো ৮ থেকে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরাও।

নিরাপদ সড়ক ও মহাসড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালে সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে গতিরোধক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান তাঁরা।

 

kalerkanthoগত শুক্রবার ওই এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোখলেসুর রহমান ও তাঁর ছেলে ফয়সাল নিহত হয়। ফয়সাল ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফরিদপুর মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ক্ষোভ প্রকাশ করে বলে, ‘সড়কে শৃঙ্খলা নেই। বেপরোয়া গতিতে গাড়ি চালান চালকরা। তাঁদের (চালক) কারণে আমাদের সহপাঠী ফয়সালের মৃত্যু হয়েছে। এখানে দুই পাশে গতিরোধক নির্মাণ করতে হবে। ’

জৈনাবাজার আদর্শ একাডেমির শিক্ষার্থী জিসান বলে, ‘শুধু গতিরোধক নির্মাণই নয়, এখানে একটি পুলিশ বক্সও স্থাপন করতে হবে। ’

মাওনা মহাসড়ক থানার ওসি কংকন কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানাতে বলেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এরই মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের বলেছি, তাদের দাবিগুলো লিখিতভাবে দেওয়ার জন্য। লিখিত দাবি পেলে তা বাস্তবায়নের উদ্যোগ নেব। ’