সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষিকার আত্মহত্যাচেষ্টা!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আফরোজা বেগম রুমা নামের এক শিক্ষকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। রেলওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে তিনি রক্ষা পেয়েছেন।

বগুড়ার সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিক্ষিকাকে উদ্ধার করে তাঁর স্বজনদের হেফাজতে দিয়েছেন। আফরোজা বেগম রুমা রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। তিনি নওগাঁর সুলতানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নওগাঁয় একটি ভাড়া বাসায় থাকেন।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ জানান, আফরোজা বেগম রুমা গত মঙ্গলবার বেলা ১২টায় চিলাহটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর প্রাক্কালে তিনি আত্মহত্যার উদেশ্যে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টাকালে রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত এক সদস্য তাকে টেনে রক্ষা করেন।

আফরোজ বেগম রুমা জানান, পারিবারিক কলহসহ নানা কারনে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষিকাকে স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।’

সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষিকার আত্মহত্যাচেষ্টা!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আফরোজা বেগম রুমা নামের এক শিক্ষকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। রেলওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে তিনি রক্ষা পেয়েছেন।

বগুড়ার সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিক্ষিকাকে উদ্ধার করে তাঁর স্বজনদের হেফাজতে দিয়েছেন। আফরোজা বেগম রুমা রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। তিনি নওগাঁর সুলতানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নওগাঁয় একটি ভাড়া বাসায় থাকেন।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ জানান, আফরোজা বেগম রুমা গত মঙ্গলবার বেলা ১২টায় চিলাহটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর প্রাক্কালে তিনি আত্মহত্যার উদেশ্যে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টাকালে রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত এক সদস্য তাকে টেনে রক্ষা করেন।

আফরোজ বেগম রুমা জানান, পারিবারিক কলহসহ নানা কারনে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষিকাকে স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।’