হাবিপ্রবিতে চালু হয়েছে ওয়ান স্টপ সেবা

নাঈম ইসলাম সংগ্রাম
হাবিপ্রবিতে চালু হয়েছে ওয়ান স্টপ সেবা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গত ৭ জুন এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় প্রথমবারের মতো ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ৪ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ইনোভেশন টিমের সদস্যসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ সময় দু’জন শিক্ষার্থী এ বিষয়ে তাদের অনুভ‚তি প্রকাশ করে বলেন, আগে সার্টিফিকেট উঠানোর জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো এবং অনেক সময় লাগতো। কিন্তু ওয়ান স্টপ সার্ভিস এর কারণে পুরো পদ্ধতি অনেক সহজ হয়ে গেছে, এবং মাত্র তিন কর্মদিবসের মধ্যে আমরা সার্টিফিকেট হাতে পেয়েছি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম কামরুজ্জামান বলেন, আজকের দিনটি হাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। অত্যন্ত কম সময়ে আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। আজ এর সুফল পাওয়া গেল। তিনি বলেন, কোন জিনিস প্রথম চালু করলে এর কিছুটা সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতার জায়গা গুলোর দ্রæত সমাধান করা হবে। পাশাপাশি দ্রুত সময়ে এই সেবা চালু করার জন্য তিনি এর সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইবিহো/এসএস

হাবিপ্রবিতে চালু হয়েছে ওয়ান স্টপ সেবা

নাঈম ইসলাম সংগ্রাম
হাবিপ্রবিতে চালু হয়েছে ওয়ান স্টপ সেবা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গত ৭ জুন এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় প্রথমবারের মতো ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ৪ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ইনোভেশন টিমের সদস্যসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ সময় দু’জন শিক্ষার্থী এ বিষয়ে তাদের অনুভ‚তি প্রকাশ করে বলেন, আগে সার্টিফিকেট উঠানোর জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো এবং অনেক সময় লাগতো। কিন্তু ওয়ান স্টপ সার্ভিস এর কারণে পুরো পদ্ধতি অনেক সহজ হয়ে গেছে, এবং মাত্র তিন কর্মদিবসের মধ্যে আমরা সার্টিফিকেট হাতে পেয়েছি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম কামরুজ্জামান বলেন, আজকের দিনটি হাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। অত্যন্ত কম সময়ে আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। আজ এর সুফল পাওয়া গেল। তিনি বলেন, কোন জিনিস প্রথম চালু করলে এর কিছুটা সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতার জায়গা গুলোর দ্রæত সমাধান করা হবে। পাশাপাশি দ্রুত সময়ে এই সেবা চালু করার জন্য তিনি এর সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইবিহো/এসএস