হাবিপ্রবিতে জমকালো আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক গণিত দিবস।

নাঈম ইসলাম সংগ্রাম

আনন্দ শোভাযাত্রা।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পায়রা উঁড়িয়ে দিনটির উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ড. এম ওয়াজেদ ভবনের সামনে এসে শেষ হয়।

কেক কাটা হচ্ছে।

দিবসটি উপলক্ষে দুপুর ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে “সেমিনার অন আইডিএম” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেই সাথে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়েদা জাহানারা আফরোজ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম শহিদুল ইসলাম।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, “বৈজ্ঞানিক শিক্ষা যার মূলে গণিত নেই তা সম্পূর্ণ ভিত্তিহীন। গণিত মানুষের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। বিজ্ঞানের প্রসারে গণিতের কোনো বিকল্প নেই। তাই গণিত ভীতি কাটিয়ে গণিতকে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং তৃতীয় শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি প্রয়োজন।

আমেরিকান রীতি অনুযায়ী পাই এর মানের ৩.১৪ কে ১৪ মার্চ বিবেচনা করে ১৯৮৮ সাল থেকে প্রতিবছরই দিনটি পাই দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এরপর থেকে প্রতিবছরের ১৪ মার্চ “আন্তর্জাতিক গণিত দিবস” হিসেবে উদযাপিত হয়ে আসছে।

এমবিএইচ/এসএস

হাবিপ্রবিতে জমকালো আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক গণিত দিবস।

নাঈম ইসলাম সংগ্রাম

আনন্দ শোভাযাত্রা।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পায়রা উঁড়িয়ে দিনটির উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।

এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ড. এম ওয়াজেদ ভবনের সামনে এসে শেষ হয়।

কেক কাটা হচ্ছে।

দিবসটি উপলক্ষে দুপুর ২.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে “সেমিনার অন আইডিএম” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেই সাথে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়েদা জাহানারা আফরোজ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম শহিদুল ইসলাম।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, “বৈজ্ঞানিক শিক্ষা যার মূলে গণিত নেই তা সম্পূর্ণ ভিত্তিহীন। গণিত মানুষের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। বিজ্ঞানের প্রসারে গণিতের কোনো বিকল্প নেই। তাই গণিত ভীতি কাটিয়ে গণিতকে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং তৃতীয় শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি প্রয়োজন।

আমেরিকান রীতি অনুযায়ী পাই এর মানের ৩.১৪ কে ১৪ মার্চ বিবেচনা করে ১৯৮৮ সাল থেকে প্রতিবছরই দিনটি পাই দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এরপর থেকে প্রতিবছরের ১৪ মার্চ “আন্তর্জাতিক গণিত দিবস” হিসেবে উদযাপিত হয়ে আসছে।

এমবিএইচ/এসএস