হাবিপ্রবির সাথে ব্র্যাক ব্যাংকের গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উচ্চ শিক্ষায় গবেষণা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গত ৬ জুলাই ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ডিএমডি ও চীফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসাইন। ব্র্যাক ব্যাংকের হেড অফিসে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের ল্যাব ইনচার্জ ড. মো. ইয়াছিন প্রধান, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স একরাম করিম ও সিনিয়র ম্যানেজার, সিএসআর শফিক আর ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট নামে একটি নতুন গবেষণা ইউনিট স্থাপন করতে প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করবে। নতুন এই রিসার্চ ইউনিট তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সংশ্লিষ্ট বিভাগের ছাত্র-শিক্ষক ও অন্যান্য গবেষকগণ নতুন নতুন গবেষনা করতে পারবেন। এই ইউনিট প্রতিষ্ঠার ফলে কোষের স্বাভাবিক ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বোঝা সম্ভব হবে। উদ্ভিদ ও প্রাণীর উপর বিভিন্ন বিষাক্ত উপাদান, ড্রাগস, মিউটাজেন্স ও কারসিনোজেন্স এর প্রভাবে কোষের পরিবর্তন স্টাডি করার সুযোগ তৈরি হবে। বিভিন্ন গবাদি পশুর ভাক্সিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে বিশেষভাবে কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইবিহো/এসএস

হাবিপ্রবির সাথে ব্র্যাক ব্যাংকের গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উচ্চ শিক্ষায় গবেষণা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গত ৬ জুলাই ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ডিএমডি ও চীফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসাইন। ব্র্যাক ব্যাংকের হেড অফিসে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের ল্যাব ইনচার্জ ড. মো. ইয়াছিন প্রধান, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স একরাম করিম ও সিনিয়র ম্যানেজার, সিএসআর শফিক আর ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট নামে একটি নতুন গবেষণা ইউনিট স্থাপন করতে প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করবে। নতুন এই রিসার্চ ইউনিট তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সংশ্লিষ্ট বিভাগের ছাত্র-শিক্ষক ও অন্যান্য গবেষকগণ নতুন নতুন গবেষনা করতে পারবেন। এই ইউনিট প্রতিষ্ঠার ফলে কোষের স্বাভাবিক ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বোঝা সম্ভব হবে। উদ্ভিদ ও প্রাণীর উপর বিভিন্ন বিষাক্ত উপাদান, ড্রাগস, মিউটাজেন্স ও কারসিনোজেন্স এর প্রভাবে কোষের পরিবর্তন স্টাডি করার সুযোগ তৈরি হবে। বিভিন্ন গবাদি পশুর ভাক্সিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে বিশেষভাবে কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইবিহো/এসএস