হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শিক্ষার্থীরা।
ফরহাদ খাদেম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।এতে ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২৯-২২ গোলে চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে ছাত্রীদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮-৪  গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে গতকাল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছাত্রদের খেলায় প্রথম রানার্সআপ হয়েছে চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অপরদিকে ছাত্রীদের খেলায় প্রথম রানার্সআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়।
বক্তব্য দিচ্ছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গত তিন দিন ধরে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যারা অংশগ্রহন করছে আমরা প্রত্যেকের সুস্বাস্থ্য ও শুভ কামনা প্রত্যাশা করছি। আপনাদের সবার খেলা আমাদেরকে উজ্জীবিত করছে। আপনারা নিশ্চই আমাদের আতিথিয়েতায় মুগ্ধ হয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেসেজটা আপনারা বাহিরে নিয়ে যাবেন। সামনে ভলিবল খেলা হবে। এবং পরবর্তীতে আরো ব্যাপকতা নিয়ে আসা হবে। আপনাদেরকে নিয়ে আমরা আবারও উৎসবমুখর পরিবেশ করব।
এমবিএইচ/এসএস

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শিক্ষার্থীরা।
ফরহাদ খাদেম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।এতে ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২৯-২২ গোলে চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে ছাত্রীদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮-৪  গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে গতকাল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছাত্রদের খেলায় প্রথম রানার্সআপ হয়েছে চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অপরদিকে ছাত্রীদের খেলায় প্রথম রানার্সআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়।
বক্তব্য দিচ্ছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গত তিন দিন ধরে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যারা অংশগ্রহন করছে আমরা প্রত্যেকের সুস্বাস্থ্য ও শুভ কামনা প্রত্যাশা করছি। আপনাদের সবার খেলা আমাদেরকে উজ্জীবিত করছে। আপনারা নিশ্চই আমাদের আতিথিয়েতায় মুগ্ধ হয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেসেজটা আপনারা বাহিরে নিয়ে যাবেন। সামনে ভলিবল খেলা হবে। এবং পরবর্তীতে আরো ব্যাপকতা নিয়ে আসা হবে। আপনাদেরকে নিয়ে আমরা আবারও উৎসবমুখর পরিবেশ করব।
এমবিএইচ/এসএস