৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০

লেখা: মো. আফজাল হোসেন

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের দশম পর্বে বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

৫. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২২ অনুযায়ী, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. চতুর্থ
খ. সপ্তম
গ. অষ্টম
ঘ. নবম

৬. ‘গ্রামাঞ্চলে বিদ্যুতায়ণের ব্যবস্থা’ বিষয়টিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়?
ক. অনুচ্ছেদ ১৪
খ. অনুচ্ছেদ ১৫
গ. অনুচ্ছেদ ১৬
ঘ. অনুচ্ছেদ ১৭

৭. ‘ডিসকভারি অব বাংলাদেশ’ গ্রন্থটির লেখক কে?
ক. আতিউর রহমান
খ. মোহাম্মদ ফরাসউদ্দিন
গ. আকবর আলি খান
ঘ. রেহমান সোবহান

৮. ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
ক. ১৮ সেপ্টেম্বর
খ. ১৮ জুলাই
গ. ১৮ নভেম্বর
ঘ. ১৮ অক্টোবর

৯. ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয় কবে?
ক. ১৯ জানুয়ারি ১৯৯০
খ. ১৯ জানুয়ারি ১৯৯১
গ. ১৯ জানুয়ারি ১৯৯২
ঘ. ১১ জানুয়ারি ১৯৯৩

১০. দেশে প্রথমবারের মতো ‘ব্রেন ডেথ’ কোন ব্যক্তির অঙ্গ নিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা হয়?
ক. সায়েরা ইসলাম
খ. সুফিয়া ইসলাম
গ. সারাহ ইসলাম
ঘ. জারাহ ইসলাম

আরও পড়ুন

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯

১১. ‘একতারা তুই দেশের কথা’ গানটির রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম বাবু
খ. আপেল মাহমুদ
গ. গোবিন্দ হালদার
ঘ. গাজী মাজহারুল আনোয়ার

১২. ‘তুমব্রু সীমান্ত’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান

১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা কত লাখ মেট্রিক টন?
ক. ৪৬৫.৮৩
খ. ৪৮৩.৬৫
গ. ৪৩৫.৬৩
ঘ. ৪৩৮.৬৫

১৪. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. আইন

১৫. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে কবে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১ আগস্ট ১৯৭২
গ. ১০ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৭ সেপ্টেম্বর ১৯৭২

১৬. বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. ঝালকাঠি
ঘ. ফেনী

১৭. ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ‘ক্ষুদ্র জাতিসত্তা’র সংখ্যা কতটি?
ক. ৪৮টি
খ. ৪৯টি
গ. ৫০টি
ঘ. ৫১টি

১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, ‘একাদিক্রমে হউক বা না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’
ক. অনুচ্ছেদ ৫০ (১)
খ. অনুচ্ছেদ ৫০ (২)
গ. অনুচ্ছেদ ৫২ (৪)
ঘ. অনুচ্ছেদ ৫৩ (৪)

১৯. কোন পণ্যকে ২০২৩ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়?
ক. হোম টেক্সটাইল পণ্য
খ. ওষুধশিল্প
গ. পাটজাত পণ্য
ঘ. চা-শিল্প

২০. ‘ফ্রম ডন টু ডার্কনেস’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
ক. রেহমান সোবহান
খ. আনিসুর রহমান
গ. নুরুল ইসলাম
ঘ. রওনক জাহান

মডেল টেস্ট-১০ (বাংলাদেশ বিষয়াবলি)-এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. খ। ৪. ঘ । ৫. গ। ৬. গ। ৭. গ। ৮. ঘ। ৯. খ। ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. ক। ১৪. গ। ১৫. ক। ১৬. ঘ। ১৭. গ। ১৮. খ। ১৯. গ। ২০. ক।

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০

লেখা: মো. আফজাল হোসেন

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আবেদনকারীদের বসতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়। যেহেতু প্রিলিমিনারিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের দশম পর্বে বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

৫. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২২ অনুযায়ী, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. চতুর্থ
খ. সপ্তম
গ. অষ্টম
ঘ. নবম

৬. ‘গ্রামাঞ্চলে বিদ্যুতায়ণের ব্যবস্থা’ বিষয়টিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়?
ক. অনুচ্ছেদ ১৪
খ. অনুচ্ছেদ ১৫
গ. অনুচ্ছেদ ১৬
ঘ. অনুচ্ছেদ ১৭

৭. ‘ডিসকভারি অব বাংলাদেশ’ গ্রন্থটির লেখক কে?
ক. আতিউর রহমান
খ. মোহাম্মদ ফরাসউদ্দিন
গ. আকবর আলি খান
ঘ. রেহমান সোবহান

৮. ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
ক. ১৮ সেপ্টেম্বর
খ. ১৮ জুলাই
গ. ১৮ নভেম্বর
ঘ. ১৮ অক্টোবর

৯. ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয় কবে?
ক. ১৯ জানুয়ারি ১৯৯০
খ. ১৯ জানুয়ারি ১৯৯১
গ. ১৯ জানুয়ারি ১৯৯২
ঘ. ১১ জানুয়ারি ১৯৯৩

১০. দেশে প্রথমবারের মতো ‘ব্রেন ডেথ’ কোন ব্যক্তির অঙ্গ নিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা হয়?
ক. সায়েরা ইসলাম
খ. সুফিয়া ইসলাম
গ. সারাহ ইসলাম
ঘ. জারাহ ইসলাম

আরও পড়ুন

৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৯

১১. ‘একতারা তুই দেশের কথা’ গানটির রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম বাবু
খ. আপেল মাহমুদ
গ. গোবিন্দ হালদার
ঘ. গাজী মাজহারুল আনোয়ার

১২. ‘তুমব্রু সীমান্ত’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান

১৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা কত লাখ মেট্রিক টন?
ক. ৪৬৫.৮৩
খ. ৪৮৩.৬৫
গ. ৪৩৫.৬৩
ঘ. ৪৩৮.৬৫

১৪. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. আইন

১৫. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে কবে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ১ আগস্ট ১৯৭২
গ. ১০ জানুয়ারি ১৯৭২
ঘ. ১৭ সেপ্টেম্বর ১৯৭২

১৬. বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. ঝালকাঠি
ঘ. ফেনী

১৭. ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ‘ক্ষুদ্র জাতিসত্তা’র সংখ্যা কতটি?
ক. ৪৮টি
খ. ৪৯টি
গ. ৫০টি
ঘ. ৫১টি

১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, ‘একাদিক্রমে হউক বা না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’
ক. অনুচ্ছেদ ৫০ (১)
খ. অনুচ্ছেদ ৫০ (২)
গ. অনুচ্ছেদ ৫২ (৪)
ঘ. অনুচ্ছেদ ৫৩ (৪)

১৯. কোন পণ্যকে ২০২৩ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়?
ক. হোম টেক্সটাইল পণ্য
খ. ওষুধশিল্প
গ. পাটজাত পণ্য
ঘ. চা-শিল্প

২০. ‘ফ্রম ডন টু ডার্কনেস’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
ক. রেহমান সোবহান
খ. আনিসুর রহমান
গ. নুরুল ইসলাম
ঘ. রওনক জাহান

মডেল টেস্ট-১০ (বাংলাদেশ বিষয়াবলি)-এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. খ। ৪. ঘ । ৫. গ। ৬. গ। ৭. গ। ৮. ঘ। ৯. খ। ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. ক। ১৪. গ। ১৫. ক। ১৬. ঘ। ১৭. গ। ১৮. খ। ১৯. গ। ২০. ক।