‘স্মার্ট নাগরিক গড়তে হলে দরকার স্মার্ট শিক্ষা’: শিক্ষামন্ত্রী

রাবির ১০৩জন শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক ও সনদপত্র
আল-মামুন আশিক

পুরস্কার গ্রহণ করছেন একজন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি মূল উপাদানের কথা বলেছেন। সেগুলো হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। আমরা যদি একটু ভাবি এসব কিছুর গোড়ায় কিন্তু স্মার্ট নাগরিক। সুতরাং স্মার্ট নাগরিক গড়তে হলে দরকার স্মার্ট শিক্ষা।’

৩০ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা সেটি এখন সকল ক্ষেত্রে। বাংলাদেশের মানুষের গায়ে কাপড় আছে, পেটে ভাত আছে, পায়ে জুতো আছে, মাথার ওপর ছাদ আছে, হাতে হাতে মোবাইল ফোন আছে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে ও চলবার জন্য মসৃণ সড়ক আছে। এখন বিজ্ঞান-প্রযুক্তি সবকিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি।’

শিক্ষা ব্যাবস্থা পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন তার প্রয়োজন মতো ছোট ছোট কোর্স করে স্বল্প সময়ের মধ্যে সেই বিষয়ে নিজেকে দক্ষ করে নিতে পারে। আমাদের অনেক ফ্লেক্সজিবিলিটি দিতে হবে। একজন একাউন্টিং এর ছাত্র তার প্রয়োজন হতে পারে সে নৃবিজ্ঞান বিভাগের কিছু জানতে চায়, সে সাহিত্যের কিছু জানতে চায়। আমরা কেন তাকে সুযোগ দেব না? আমরা বলছি জীবনব্যাপী শিক্ষা তাহলে যেকোনো বয়সে আমাদের যেকোনো জ্ঞান অর্জনের সুযোগ থাকতে হবে।’

পুরস্কার গ্রহণ করছেন একজন শিক্ষার্থী। 

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের ১০৩জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী৷ তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৯৬ জনকে অগ্রণী ব্যাংকের ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের পাঁচজনকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং চিকিৎসাবিজ্ঞান অনুষদের দুইজনকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ দেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও হুমায়ন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

এছাড়া অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবীর উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস

‘স্মার্ট নাগরিক গড়তে হলে দরকার স্মার্ট শিক্ষা’: শিক্ষামন্ত্রী

রাবির ১০৩জন শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক ও সনদপত্র
আল-মামুন আশিক

পুরস্কার গ্রহণ করছেন একজন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি মূল উপাদানের কথা বলেছেন। সেগুলো হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। আমরা যদি একটু ভাবি এসব কিছুর গোড়ায় কিন্তু স্মার্ট নাগরিক। সুতরাং স্মার্ট নাগরিক গড়তে হলে দরকার স্মার্ট শিক্ষা।’

৩০ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা সেটি এখন সকল ক্ষেত্রে। বাংলাদেশের মানুষের গায়ে কাপড় আছে, পেটে ভাত আছে, পায়ে জুতো আছে, মাথার ওপর ছাদ আছে, হাতে হাতে মোবাইল ফোন আছে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে ও চলবার জন্য মসৃণ সড়ক আছে। এখন বিজ্ঞান-প্রযুক্তি সবকিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি।’

শিক্ষা ব্যাবস্থা পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন তার প্রয়োজন মতো ছোট ছোট কোর্স করে স্বল্প সময়ের মধ্যে সেই বিষয়ে নিজেকে দক্ষ করে নিতে পারে। আমাদের অনেক ফ্লেক্সজিবিলিটি দিতে হবে। একজন একাউন্টিং এর ছাত্র তার প্রয়োজন হতে পারে সে নৃবিজ্ঞান বিভাগের কিছু জানতে চায়, সে সাহিত্যের কিছু জানতে চায়। আমরা কেন তাকে সুযোগ দেব না? আমরা বলছি জীবনব্যাপী শিক্ষা তাহলে যেকোনো বয়সে আমাদের যেকোনো জ্ঞান অর্জনের সুযোগ থাকতে হবে।’

পুরস্কার গ্রহণ করছেন একজন শিক্ষার্থী। 

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের ১০৩জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী৷ তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৯৬ জনকে অগ্রণী ব্যাংকের ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের পাঁচজনকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং চিকিৎসাবিজ্ঞান অনুষদের দুইজনকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ দেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও হুমায়ন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

এছাড়া অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবীর উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস