হাবিপ্রবিতে পর্দা নামলো আন্তর্জাতিক যুব কৃষি সম্মেলনের

নাঈম ইসলাম সংগ্রাম

অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইউথ ইন এগ্রিকালচার। অনুষ্ঠানটি শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের চিন্তা ভাবনা, গবেষণা, সৃজনশীলতা এবং নেতৃত্বের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তিনব্যাপী সমস্যা সমাধান প্রতিযোগিতা, খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা, ডিজিটাল কৃষি বিষয়ক আলোচনা অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, প্রতিভা এবং সুযোগ বিষয়ক আলোচনা, কৃষি মাঠ ভ্রমণ, ঐতিহাসিক স্থান পরিদর্শন,স্মার্ট ফার্মিং এবং তরুণদের সম্পৃক্ততা,আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং নীতি নির্ধারণ, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা,জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের বক্তৃতা প্রদান, পুরস্কার প্রদান এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ড. মোহাম্মদ মামুনুর রশিদ, নেক্সটজেন এগ্রিকালচারাল লিডারস (বায়ার) নিলে হারমান ভ্যালেন্টে (জার্মানি), ইয়াস এশিয়া প্যাসিফিকের রিজিওনাল পরিচালক রাবি রাউত (নেপাল)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

সার্টিফিকেট নিচ্ছেন একজন প্রতিনিধি।

নেপাল, নেদারল্যান্ড, ভারত, জার্মানি, অ্যামেরিকা, দক্ষিণ কোরিয়ার বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং ইয়াস বাংলাদেশ হাবিপ্রবি শাখার অনুষ্ঠান পরিচালনা এবং ব্যাবস্থাপনার বিষয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) হল বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিয় ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২০০ এর বেশি সক্রিয় সদস্যসহ সারা দেশে ১২টি লোকাল কমিটি রয়েছে। ইয়াস বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ইভেন্ট, ট্রেইনিং সেশন অয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি এবং সংস্থাগুলোতে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে।

এমবিএইচ/এসএস

হাবিপ্রবিতে পর্দা নামলো আন্তর্জাতিক যুব কৃষি সম্মেলনের

নাঈম ইসলাম সংগ্রাম

অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইউথ ইন এগ্রিকালচার। অনুষ্ঠানটি শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের চিন্তা ভাবনা, গবেষণা, সৃজনশীলতা এবং নেতৃত্বের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তিনব্যাপী সমস্যা সমাধান প্রতিযোগিতা, খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা, ডিজিটাল কৃষি বিষয়ক আলোচনা অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, প্রতিভা এবং সুযোগ বিষয়ক আলোচনা, কৃষি মাঠ ভ্রমণ, ঐতিহাসিক স্থান পরিদর্শন,স্মার্ট ফার্মিং এবং তরুণদের সম্পৃক্ততা,আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং নীতি নির্ধারণ, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা,জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের বক্তৃতা প্রদান, পুরস্কার প্রদান এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ড. মোহাম্মদ মামুনুর রশিদ, নেক্সটজেন এগ্রিকালচারাল লিডারস (বায়ার) নিলে হারমান ভ্যালেন্টে (জার্মানি), ইয়াস এশিয়া প্যাসিফিকের রিজিওনাল পরিচালক রাবি রাউত (নেপাল)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

সার্টিফিকেট নিচ্ছেন একজন প্রতিনিধি।

নেপাল, নেদারল্যান্ড, ভারত, জার্মানি, অ্যামেরিকা, দক্ষিণ কোরিয়ার বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং ইয়াস বাংলাদেশ হাবিপ্রবি শাখার অনুষ্ঠান পরিচালনা এবং ব্যাবস্থাপনার বিষয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) হল বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিয় ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২০০ এর বেশি সক্রিয় সদস্যসহ সারা দেশে ১২টি লোকাল কমিটি রয়েছে। ইয়াস বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ইভেন্ট, ট্রেইনিং সেশন অয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি এবং সংস্থাগুলোতে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে।

এমবিএইচ/এসএস