প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ৫ শিক্ষার্থী

একা তালুকদার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সমগ্র বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য প্রাথমিকভাবে ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী রয়েছেন। সোমবার (১ মে) বিষয়টা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর ই জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, আইসিটি বিভাগের তাসপিয়া সালাম, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত তাদেরকে অভিনন্দন। আমরা যে এগিয়ে যাচ্ছি এটা তার’ই চিহ্ন। সামনে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

ইবিহো/এসএস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ৫ শিক্ষার্থী

একা তালুকদার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সমগ্র বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য প্রাথমিকভাবে ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী রয়েছেন। সোমবার (১ মে) বিষয়টা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর ই জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, আইসিটি বিভাগের তাসপিয়া সালাম, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত তাদেরকে অভিনন্দন। আমরা যে এগিয়ে যাচ্ছি এটা তার’ই চিহ্ন। সামনে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

ইবিহো/এসএস