রোববার যে ছয় শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা হবে
পরীক্ষা শুরুর তখন অনেক সময় বাকি। কেন্দ্রের সামনে সহপাঠীরা। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, সিলেট।ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল রোববার পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে রোববার ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক চিঠিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বিষয়টি জানানো হয়েছে।
রোববার ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ছয় বোর্ডে এসএসসি পরীক্ষা হবে।
এদিকে রোববার (১৪ মে) চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কাল রোববার (১৪ মে) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
রোববার যে ছয় শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা হবে
পরীক্ষা শুরুর তখন অনেক সময় বাকি। কেন্দ্রের সামনে সহপাঠীরা। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, সিলেট।ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল রোববার পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে রোববার ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক চিঠিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বিষয়টি জানানো হয়েছে।
রোববার ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ছয় বোর্ডে এসএসসি পরীক্ষা হবে।
এদিকে রোববার (১৪ মে) চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কাল রোববার (১৪ মে) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।