আদর-শাসন আর বিশ্বস্ততার নাম ‘বাবা’

নাজমুল হুদা

বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস। এই একটি দিন পৃথিবীর সকল বাবাদের বিশেষভাবে শ্রদ্ধা জানিয়ে থাকেন তাদের সন্তানরা।বাবা মানে তপ্ত রোদে শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর। ঝড়ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর।সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন-সাধের সীমানাও। যদিও বাবাকে নিয়ে সন্তানদের আবেগ সবসময় পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয় না। তারপরও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বাবাদের নিয়ে সাধ্যমতো নিউজ পোর্টাল ‘শিক্ষা-শিক্ষাঙ্গন’-এ প্রকাশ করেছেন তাদের ভালোবাসা ও শ্রদ্ধা। লিখেছেন নাজমুল হুদা।

না বলা কিছু কথা; কুমারী সঞ্চিতা রানী, ইতিহাস বিভাগ: ছোটবেলা থেকেই মা, বাবু বলে ডাকতে শিখিয়েছে বাবাকে, তাই বাবা বলে এখন ডাকতে গেলে কেমন জানি একটা অচেনা অসংকোচ বোধ কাজ করে। আমার বাবাকে আমি বাবু বলে ডাকি। খুব সাধারণ একটা মানুষ। আমি বলব, আমার দেখা সবচেয়ে সহজ-সরল মানুষ, আমার বাবু। তাঁর হাত ধরেই, স্কুল, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ, অনেক অল্পতে অনেক বেশি খুশি কি করে হওয়া যায়, এ টা বাবুর কাছ থেকে শিখেছি।

কোনদিনও নিজের জন্য কিছু কিনতে দেখেনি, যদি কখনো বলি, বাবু আপনার তো এই শার্টটা ছিঁড়ে গেছে, নতুন একটা নেন, তখন-ই বলবে, আরে বাবা আরও কতোগুলো নতুন আছে।
এখন শার্ট কেনা লাগবে না। আমার বাবুর সাথে খেতে বসলে কোনদিনও তাঁকে পুরো একটা মাছ খেতে দেখেনি, ঠিক কিছুটা অংশ ভেঙে আমার থালায় তুলে দেবে। ভালোবাসার এই স্নিগ্ধ অনুভূতি কেবল বাবুর কাছেই পেয়েছি। গ্রামে আমাদের বাড়ি, দুইটা বোন, বাড়ি এসে পাড়াপড়শি আত্মীয় স্বজনরা অনেক বার বলে গেছে, এতো কষ্ট করে মেয়েকে পড়ানোর কি দরকার, বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হও, কিন্তু বাবুর বিশ্বাস তাঁর মেয়ে ঠিক ভালো কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। এই স্বপ্নকে সফল করতে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি।

বাড়িতে ফোন করলে, সাধারণত মার সাথে বেশি কথা বলা হয়, বাবু দূরে থাকলেও জিজ্ঞেস করবে, শোনত, বুড়ি কেমন আছে?
ভাত খাইছে কি না? এত কাজ, ব্যস্ততা সবকিছুর মধ্যেও এই মানুষ দুইটা যখন-ই কথা বলে তখনই তাদের প্রশ্ন এ টাই, কেমন আছি, খেয়েছি কি না? মন ভালো কি না? বাড়ি যখন যাই, অকারণে অনেক বার বাবু কে ডাকি। বাবু শরবত খাবেন, বাবু মাথায় তেল দেবেন, বাবু আজ টক কুল কিনে আনবেন।প্রতিবেশি এক আন্টি একদিন জিজ্ঞেস করছে, সঞ্চিতা এতো ডাকাডাকি করে কেন বাবাহ্। বাড়ি আসলে বোঝায় যায় মেয়ে এসেছে। উনাকে কি করে বুঝায়, অনেক দিন বাবুকে না ডাকতে পেরে যে অতৃপ্তিতে গলা শুকিয়ে যায়, তা তৃপ্ত করি বাড়ি এসে।খুব ভালোবাসি তোমাকে বাবু, পৃথিবীর মধ্যে আমার চেনা পৃথিবী তোমরা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা।

মো. আসিফুল হক তমাল, ভূগোল ও পরিবেশ বিভাগ: মাত্র ভোরের আলো ফুটেছে। সকালের স্নিগ্ধ বাতাসে গা শির শির করছে। এরপর যখন ঘুম ভাঙলো, বুঝতে পারলাম আমি আসলে বিছানায় নই, ঘুমাচ্ছিলাম আব্বুর কাঁধে। আর আব্বু আমাকে কাঁধে নিয়ে হাঁটছেন ধান ক্ষেতের মধ্য দিয়ে। আমি দিনের প্রথম সূর্য, প্রথম সবুজ দেখেছি বাবার কাঁধে শুয়ে । তাই বাবা মানে আমার কাছে সুবিশাল একটা কাঁধ। যেখানে নির্দ্বিধায়, নিশ্চিন্তে আরাম করে শুয়ে থাকা যায়। শুয়ে শুয়ে ভোর দেখা যায়। বাবা আছে বলে আমি ভয় পেতে শিখিনি। বাবার হাত ধরে সময়-অসময়ে কত দুর্গম পথ পেরিয়ে এসেছি নির্ভয়ে। বাবা আছে বলেই স্কুল, কলেজ পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে এসেও এত নির্ভার থাকতে পারি। তাই আমার কাছে বাবা মানে হচ্ছে নির্ভরতা।

দশম শ্রেণিতে কোচিং করার জন্য বাড়ি থেকে শহরে গিয়ে থাকতে চেয়েছিলাম। আমার বাবা আমাকে যেতে দেননি। বলেছিলেন ‘এই বছরটা পার হলে এমনিই তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখন চাইলেও আর বাড়িতে থাকতে পারবিনা। তাই এই একটা বছর আমার কাছেই থাক।’ বাবা সত্যি বলেছিলেন। সেই এসএসসি পরীক্ষার পর বাড়ি থেকে বের হয়েছি। এখন বাড়িতে ফিরি অতিথি হয়ে। এই এত বছরের জীবনে বাবাকে কখনও ভালোবাসি বলার সাহস করিনি। আজ বাবা দিবসে এই লেখার উছিলায় বলতে চাই- ‘আব্বু, অনেক ভালোবাসি তোমাকে।’ ভালো থাকুক আমার বাবা, ভালো থাকুক পৃথিবীর সব বাবা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

রাশেদুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগ: বাবা মানে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির প্রতিচ্ছবি।আমার বাবা পৃথিবীর শ্রেষ্ট বাবা না হলেও সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ একজন। কারণ বাবা কে ছোট কাল থেকে বলতে দেখেছি আমার সন্তানরা আল্লাহর রাহমতে সৎ-নিষ্ঠাবান মানুষের মতো মানুষ হবে। সে আশা পূরণ করার লক্ষ্যে আমার বাবা নিরলস পরিশ্রম করে গেছেন। তার ফলশ্রুতিতে আজ আমরা তিন ভাই তিন বোনই আল্লাহর অশেষ রহমতে ভালো পজিশনে। আমার বাবা একজন ফরমার পলিটিশিয়ান। তিনি কখনো সত্যের বিপক্ষে যাননি। তিনি আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার পরামর্শ দিতেন। হালাল পথে চলার পরামর্শ দিতেন। আমরা তিন ভাই তিন বোন যেখানে আমি সবার ছোট। আমার সব ভাই আলহামদুলিল্লাহ সরকারি জব করে। আমি শুধু বাসার বাহিরে থেকে পড়াশোনা করতেছি। যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, আমার বাবা প্রতিরাত আমার সাথে কথা না বলে সে কখনো ঘুমাই না। প্রতিদিনই জিজ্ঞেস করবে খাইছি কিনা, নামাজ পড়ছি কিনা, টাকা পয়সা লাগবে কিনা, এগুলো তাঁর কনস্টেন্ট কথা বার্তা।এ কথাগুলো আমাকে অনেক ভাবতে শিখায়। বাবা মানে বটবৃক্ষ যা কখনো প্রাপ্তির আশা করে না সন্তানের কাছে। কখনো কষ্টে থাকতে দেয়নি। আমার পছন্দের খাবার বাজার থেকে এনে ১৫ দিন রেখে দিতেও আমি দেখেছি, আমি ১৫ দিন পরে বাসাই যাব বলে। এটাই বাবা। তাঁর কখনো কোনো সখ পূরণ করার ইচ্ছা জাগেনি। আর আমাদের কোনো সখের জিনিস আনতে সে কখনো না বলেনি। আমাকে শুধু একটা কথাই বলতো আব্বু তোমার যত টাকা লাগে আমাকে বলবা তুমি কখনো কষ্ট করবা না।এ কথাগুলো সত্যি আর কোনো মানুষ বলে না। এ স্বার্থপর দুনিয়াতে একমাত্র বাবাই আমার ভালোবাসা। বাবা তোমাকে অনেক ভালোবাসি। এই না বলা কথাটি সত্যিই সবসময় অন্তরে লালন করি। আজকে এদিনে বলতে চাই তোমাকে অনেক ভালোবাসি বাবা।

মো. আব্দুস সালাম, বাংলা বিভাগ:

বাবরের মতো পিতৃস্নেহে
কতরাত তুমি জেগেছ শিয়রে
দেখেছি তোমার উদ্বিগ্ন আঁখি
চোখ মেলে নির্ঘুম রাতে।
প্রত্যেক ছেলে মেয়েদের জন্য বাবা এক অনুপ্রেরণা উৎসাহ । আমার বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য বাবার অনেক অবদান রয়েছে । আমার প্রতি বাবা অগাধ বিশ্বাস, উৎসাহ, অনুপ্রেরণা আমার সফল হাওয়া জন্য শক্তি দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় চান্স পেলে বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছে। প্রথম যেদিন বাবা আমার বিশ্ববিদ্যালয় দেখতে এসেছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ বাবা স্বপ্ন ও আমি পূরণ করেছি। বাবাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কোনো এক ভাই বাবাকে জিজ্ঞেস করে আপনার ছেলে কে দেখতে এসেছেন ।বাবা বলল হ্যাঁ । তখন ঐ ভাই চোখের জল মুঁছে বলল আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো আপনার মত দেখতে আসতো। আমার বাবা বেঁচে নেই। তখন আরো উপলব্ধি করলাম বাবা না থাকা কষ্টের । বাবা না থাকলে পৃথিবীর অন্ধকার মনে হয় ।তাই আজ বিশ্ব বাবা দিবসে সকল বাবা- মায়ের জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল । সকল বাবা-মা সুস্থ ও ভালো থাকুক।

লেখা: শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আদর-শাসন আর বিশ্বস্ততার নাম ‘বাবা’

নাজমুল হুদা

বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস। এই একটি দিন পৃথিবীর সকল বাবাদের বিশেষভাবে শ্রদ্ধা জানিয়ে থাকেন তাদের সন্তানরা।বাবা মানে তপ্ত রোদে শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর। ঝড়ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর।সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন-সাধের সীমানাও। যদিও বাবাকে নিয়ে সন্তানদের আবেগ সবসময় পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয় না। তারপরও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বাবাদের নিয়ে সাধ্যমতো নিউজ পোর্টাল ‘শিক্ষা-শিক্ষাঙ্গন’-এ প্রকাশ করেছেন তাদের ভালোবাসা ও শ্রদ্ধা। লিখেছেন নাজমুল হুদা।

না বলা কিছু কথা; কুমারী সঞ্চিতা রানী, ইতিহাস বিভাগ: ছোটবেলা থেকেই মা, বাবু বলে ডাকতে শিখিয়েছে বাবাকে, তাই বাবা বলে এখন ডাকতে গেলে কেমন জানি একটা অচেনা অসংকোচ বোধ কাজ করে। আমার বাবাকে আমি বাবু বলে ডাকি। খুব সাধারণ একটা মানুষ। আমি বলব, আমার দেখা সবচেয়ে সহজ-সরল মানুষ, আমার বাবু। তাঁর হাত ধরেই, স্কুল, কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ, অনেক অল্পতে অনেক বেশি খুশি কি করে হওয়া যায়, এ টা বাবুর কাছ থেকে শিখেছি।

কোনদিনও নিজের জন্য কিছু কিনতে দেখেনি, যদি কখনো বলি, বাবু আপনার তো এই শার্টটা ছিঁড়ে গেছে, নতুন একটা নেন, তখন-ই বলবে, আরে বাবা আরও কতোগুলো নতুন আছে।
এখন শার্ট কেনা লাগবে না। আমার বাবুর সাথে খেতে বসলে কোনদিনও তাঁকে পুরো একটা মাছ খেতে দেখেনি, ঠিক কিছুটা অংশ ভেঙে আমার থালায় তুলে দেবে। ভালোবাসার এই স্নিগ্ধ অনুভূতি কেবল বাবুর কাছেই পেয়েছি। গ্রামে আমাদের বাড়ি, দুইটা বোন, বাড়ি এসে পাড়াপড়শি আত্মীয় স্বজনরা অনেক বার বলে গেছে, এতো কষ্ট করে মেয়েকে পড়ানোর কি দরকার, বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হও, কিন্তু বাবুর বিশ্বাস তাঁর মেয়ে ঠিক ভালো কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। এই স্বপ্নকে সফল করতে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি।

বাড়িতে ফোন করলে, সাধারণত মার সাথে বেশি কথা বলা হয়, বাবু দূরে থাকলেও জিজ্ঞেস করবে, শোনত, বুড়ি কেমন আছে?
ভাত খাইছে কি না? এত কাজ, ব্যস্ততা সবকিছুর মধ্যেও এই মানুষ দুইটা যখন-ই কথা বলে তখনই তাদের প্রশ্ন এ টাই, কেমন আছি, খেয়েছি কি না? মন ভালো কি না? বাড়ি যখন যাই, অকারণে অনেক বার বাবু কে ডাকি। বাবু শরবত খাবেন, বাবু মাথায় তেল দেবেন, বাবু আজ টক কুল কিনে আনবেন।প্রতিবেশি এক আন্টি একদিন জিজ্ঞেস করছে, সঞ্চিতা এতো ডাকাডাকি করে কেন বাবাহ্। বাড়ি আসলে বোঝায় যায় মেয়ে এসেছে। উনাকে কি করে বুঝায়, অনেক দিন বাবুকে না ডাকতে পেরে যে অতৃপ্তিতে গলা শুকিয়ে যায়, তা তৃপ্ত করি বাড়ি এসে।খুব ভালোবাসি তোমাকে বাবু, পৃথিবীর মধ্যে আমার চেনা পৃথিবী তোমরা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা।

মো. আসিফুল হক তমাল, ভূগোল ও পরিবেশ বিভাগ: মাত্র ভোরের আলো ফুটেছে। সকালের স্নিগ্ধ বাতাসে গা শির শির করছে। এরপর যখন ঘুম ভাঙলো, বুঝতে পারলাম আমি আসলে বিছানায় নই, ঘুমাচ্ছিলাম আব্বুর কাঁধে। আর আব্বু আমাকে কাঁধে নিয়ে হাঁটছেন ধান ক্ষেতের মধ্য দিয়ে। আমি দিনের প্রথম সূর্য, প্রথম সবুজ দেখেছি বাবার কাঁধে শুয়ে । তাই বাবা মানে আমার কাছে সুবিশাল একটা কাঁধ। যেখানে নির্দ্বিধায়, নিশ্চিন্তে আরাম করে শুয়ে থাকা যায়। শুয়ে শুয়ে ভোর দেখা যায়। বাবা আছে বলে আমি ভয় পেতে শিখিনি। বাবার হাত ধরে সময়-অসময়ে কত দুর্গম পথ পেরিয়ে এসেছি নির্ভয়ে। বাবা আছে বলেই স্কুল, কলেজ পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে এসেও এত নির্ভার থাকতে পারি। তাই আমার কাছে বাবা মানে হচ্ছে নির্ভরতা।

দশম শ্রেণিতে কোচিং করার জন্য বাড়ি থেকে শহরে গিয়ে থাকতে চেয়েছিলাম। আমার বাবা আমাকে যেতে দেননি। বলেছিলেন ‘এই বছরটা পার হলে এমনিই তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখন চাইলেও আর বাড়িতে থাকতে পারবিনা। তাই এই একটা বছর আমার কাছেই থাক।’ বাবা সত্যি বলেছিলেন। সেই এসএসসি পরীক্ষার পর বাড়ি থেকে বের হয়েছি। এখন বাড়িতে ফিরি অতিথি হয়ে। এই এত বছরের জীবনে বাবাকে কখনও ভালোবাসি বলার সাহস করিনি। আজ বাবা দিবসে এই লেখার উছিলায় বলতে চাই- ‘আব্বু, অনেক ভালোবাসি তোমাকে।’ ভালো থাকুক আমার বাবা, ভালো থাকুক পৃথিবীর সব বাবা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

রাশেদুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগ: বাবা মানে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির প্রতিচ্ছবি।আমার বাবা পৃথিবীর শ্রেষ্ট বাবা না হলেও সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ একজন। কারণ বাবা কে ছোট কাল থেকে বলতে দেখেছি আমার সন্তানরা আল্লাহর রাহমতে সৎ-নিষ্ঠাবান মানুষের মতো মানুষ হবে। সে আশা পূরণ করার লক্ষ্যে আমার বাবা নিরলস পরিশ্রম করে গেছেন। তার ফলশ্রুতিতে আজ আমরা তিন ভাই তিন বোনই আল্লাহর অশেষ রহমতে ভালো পজিশনে। আমার বাবা একজন ফরমার পলিটিশিয়ান। তিনি কখনো সত্যের বিপক্ষে যাননি। তিনি আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার পরামর্শ দিতেন। হালাল পথে চলার পরামর্শ দিতেন। আমরা তিন ভাই তিন বোন যেখানে আমি সবার ছোট। আমার সব ভাই আলহামদুলিল্লাহ সরকারি জব করে। আমি শুধু বাসার বাহিরে থেকে পড়াশোনা করতেছি। যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, আমার বাবা প্রতিরাত আমার সাথে কথা না বলে সে কখনো ঘুমাই না। প্রতিদিনই জিজ্ঞেস করবে খাইছি কিনা, নামাজ পড়ছি কিনা, টাকা পয়সা লাগবে কিনা, এগুলো তাঁর কনস্টেন্ট কথা বার্তা।এ কথাগুলো আমাকে অনেক ভাবতে শিখায়। বাবা মানে বটবৃক্ষ যা কখনো প্রাপ্তির আশা করে না সন্তানের কাছে। কখনো কষ্টে থাকতে দেয়নি। আমার পছন্দের খাবার বাজার থেকে এনে ১৫ দিন রেখে দিতেও আমি দেখেছি, আমি ১৫ দিন পরে বাসাই যাব বলে। এটাই বাবা। তাঁর কখনো কোনো সখ পূরণ করার ইচ্ছা জাগেনি। আর আমাদের কোনো সখের জিনিস আনতে সে কখনো না বলেনি। আমাকে শুধু একটা কথাই বলতো আব্বু তোমার যত টাকা লাগে আমাকে বলবা তুমি কখনো কষ্ট করবা না।এ কথাগুলো সত্যি আর কোনো মানুষ বলে না। এ স্বার্থপর দুনিয়াতে একমাত্র বাবাই আমার ভালোবাসা। বাবা তোমাকে অনেক ভালোবাসি। এই না বলা কথাটি সত্যিই সবসময় অন্তরে লালন করি। আজকে এদিনে বলতে চাই তোমাকে অনেক ভালোবাসি বাবা।

মো. আব্দুস সালাম, বাংলা বিভাগ:

বাবরের মতো পিতৃস্নেহে
কতরাত তুমি জেগেছ শিয়রে
দেখেছি তোমার উদ্বিগ্ন আঁখি
চোখ মেলে নির্ঘুম রাতে।
প্রত্যেক ছেলে মেয়েদের জন্য বাবা এক অনুপ্রেরণা উৎসাহ । আমার বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য বাবার অনেক অবদান রয়েছে । আমার প্রতি বাবা অগাধ বিশ্বাস, উৎসাহ, অনুপ্রেরণা আমার সফল হাওয়া জন্য শক্তি দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় চান্স পেলে বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছে। প্রথম যেদিন বাবা আমার বিশ্ববিদ্যালয় দেখতে এসেছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ বাবা স্বপ্ন ও আমি পূরণ করেছি। বাবাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কোনো এক ভাই বাবাকে জিজ্ঞেস করে আপনার ছেলে কে দেখতে এসেছেন ।বাবা বলল হ্যাঁ । তখন ঐ ভাই চোখের জল মুঁছে বলল আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো আপনার মত দেখতে আসতো। আমার বাবা বেঁচে নেই। তখন আরো উপলব্ধি করলাম বাবা না থাকা কষ্টের । বাবা না থাকলে পৃথিবীর অন্ধকার মনে হয় ।তাই আজ বিশ্ব বাবা দিবসে সকল বাবা- মায়ের জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল । সকল বাবা-মা সুস্থ ও ভালো থাকুক।

লেখা: শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ট্যাগ