পাবনা বিশ্ববিদ্যালয়

ইউজিসি গবেষণা অনুদান পেলেন ৪ শিক্ষক

নাজমুল হুদা

অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ (উপরে বামে), ড. মো. আব্দুর রহিম (উপরে ডানে), ড. মো. নাজমুল হোসেন (নিচে বামে) এবং মো. ফিরোজ আলী (নিচে ডানে)।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তিন বিভাগের চার শিক্ষক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়।

ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, উচ্চতার উপর বস্তুগত বৈশিষ্ট্যের প্রভাব মূল্যায়ন করার জন্য একটি মেশিন লার্নিং পদ্ধতি ছিদ্রসহ পাতলা-ফিল্ম সোলার সেল সঞ্চালন-পরিবহন স্তর শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস বা কমিউনিকেশন সিস্টেমের জন্য উইন্ডো ও রিস্ট্রাকচারিং-অর্থোগোনাল চিপ ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, সেন্সর-ভিত্তিক নন-টাচ বাংলা ক্যারেক্টার ইনপুট সিস্টেম ইউজিং মেশিন এবং ডিপ লার্নিং টেকনিক শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং একটি বিশ্ববিদ্যালয় ভবনে টেকসই শক্তি উৎপাদনের জন্য একটি হাইব্রিড সোলার-বায়োগ্যাস পাওয়ার সিস্টেমের নকশা ও বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী।

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা,গবেষণা ও জ্ঞানচর্চার এবং জ্ঞান সৃষ্টির জায়গা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই গবেষণার সাথে জড়িত এবং এই অনুমোদনটা আমাদেরকে আরও বেশি গবেষণার প্রতি উৎসাহিত করবে। আশা করি আমাদের এই গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে, পাশাপাশি আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি শাখার প্রকৌশল বিজ্ঞান (অন্যান্য), প্রকৌশল বিজ্ঞান (পুর, যন্ত্র ও তড়িৎ), স্থাপত্য, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রকল্পের উপশাখায় ২০২২-২৩ অর্থবছরের গবেষণা কর্মে সহায়তা দানের জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২৪ জন গবেষককে চূড়ান্তভাবে মনোনীত করে।

ইবিহো/এসএস

পাবনা বিশ্ববিদ্যালয়

ইউজিসি গবেষণা অনুদান পেলেন ৪ শিক্ষক

নাজমুল হুদা

অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ (উপরে বামে), ড. মো. আব্দুর রহিম (উপরে ডানে), ড. মো. নাজমুল হোসেন (নিচে বামে) এবং মো. ফিরোজ আলী (নিচে ডানে)।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তিন বিভাগের চার শিক্ষক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়।

ইউজিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, উচ্চতার উপর বস্তুগত বৈশিষ্ট্যের প্রভাব মূল্যায়ন করার জন্য একটি মেশিন লার্নিং পদ্ধতি ছিদ্রসহ পাতলা-ফিল্ম সোলার সেল সঞ্চালন-পরিবহন স্তর শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস বা কমিউনিকেশন সিস্টেমের জন্য উইন্ডো ও রিস্ট্রাকচারিং-অর্থোগোনাল চিপ ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, সেন্সর-ভিত্তিক নন-টাচ বাংলা ক্যারেক্টার ইনপুট সিস্টেম ইউজিং মেশিন এবং ডিপ লার্নিং টেকনিক শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং একটি বিশ্ববিদ্যালয় ভবনে টেকসই শক্তি উৎপাদনের জন্য একটি হাইব্রিড সোলার-বায়োগ্যাস পাওয়ার সিস্টেমের নকশা ও বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে অনুদান পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী।

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা,গবেষণা ও জ্ঞানচর্চার এবং জ্ঞান সৃষ্টির জায়গা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই গবেষণার সাথে জড়িত এবং এই অনুমোদনটা আমাদেরকে আরও বেশি গবেষণার প্রতি উৎসাহিত করবে। আশা করি আমাদের এই গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে, পাশাপাশি আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি শাখার প্রকৌশল বিজ্ঞান (অন্যান্য), প্রকৌশল বিজ্ঞান (পুর, যন্ত্র ও তড়িৎ), স্থাপত্য, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রকল্পের উপশাখায় ২০২২-২৩ অর্থবছরের গবেষণা কর্মে সহায়তা দানের জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২৪ জন গবেষককে চূড়ান্তভাবে মনোনীত করে।

ইবিহো/এসএস