এবার রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকা থেকে তিন চিকিৎসককে তুলে নেওয়ার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বেলায় একই ঘটনা ঘটেছে।

গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে তাঁদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়।

এদিকে নিখোঁজ তিন চিকিৎসকের মধ্যে একজনকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক করার কথা স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি। অন্যদের বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।

গতকাল সোমবার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মির্জা নূর কাউসারকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক করার কথা জানিয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘এই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তাঁর অধীনে বেশ কিছু জঙ্গি রয়েছেন। ’

সিটিটিসি প্রধান বলেন, ‘শুধু চিকিৎসক মির্জা নুর কাউসারই নন, আমরা বেশ কয়েকজন চিকিৎসককে শনাক্ত করেছি, যাঁরা জঙ্গি হিসেবে অত্যন্ত সক্রিয়। তাঁদেরও আটকের চেষ্টা চলছে। ’

তবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন ও ভোলা চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের রওজাতুল উলুম মডেল মাদরাসার পরিচালক জাফরুল্লাহকে আটকের বিষয়ে গতকাল বিকেল পর্যন্ত কিছু জানাননি সিটিটিসি প্রধান।

রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ : আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে মেস থেকে রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁদের পরিবার। জানা গেছে, মো. রেজোয়ান ইসলাম ও সাকিব নামের এই দুজনকে রবিবার সকালে নগরের চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে তুলে নেওয়া হয়। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ‘প্রিন্টমেকিং বিভাগের ২০১৮-১৯’ শিক্ষাবর্ষের ছাত্র। গতকাল রেজওয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য জানান।

ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া দুই শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা আছে। সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট তাঁদের গ্রেপ্তার করে। আদালত তাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছয় দিন ধরে নিখোঁজ চিকিৎসক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন (২৮) ছয় দিন ধরে নিখোঁজ। পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘ওই চিকিৎসককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব থানায় তাঁর ছবিসহ বার্তা পাঠিয়েছি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও র‌্যাব বিষয়টি নিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত বলার মতো তথ্য আমাদের হাতে নেই। ’

পাঁচ দিনেও সন্ধান মেলেনি ফয়জুল্লাহর : ভোলার চরফ্যাশন উপজেলার  মাদরাসার শিক্ষক ফয়জুল্লাহ ফয়েজকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনেও তিনি ফেরেননি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় থানা পুলিশ।

(এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন কিশোরগঞ্জ, ভোলা, ভাঙ্গা (ফরিদপুর) ও রাবি প্রতিনিধি)।

এবার রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকা থেকে তিন চিকিৎসককে তুলে নেওয়ার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বেলায় একই ঘটনা ঘটেছে।

গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে তাঁদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়।

এদিকে নিখোঁজ তিন চিকিৎসকের মধ্যে একজনকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক করার কথা স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি। অন্যদের বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।

গতকাল সোমবার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মির্জা নূর কাউসারকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক করার কথা জানিয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘এই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তাঁর অধীনে বেশ কিছু জঙ্গি রয়েছেন। ’

সিটিটিসি প্রধান বলেন, ‘শুধু চিকিৎসক মির্জা নুর কাউসারই নন, আমরা বেশ কয়েকজন চিকিৎসককে শনাক্ত করেছি, যাঁরা জঙ্গি হিসেবে অত্যন্ত সক্রিয়। তাঁদেরও আটকের চেষ্টা চলছে। ’

তবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন ও ভোলা চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের রওজাতুল উলুম মডেল মাদরাসার পরিচালক জাফরুল্লাহকে আটকের বিষয়ে গতকাল বিকেল পর্যন্ত কিছু জানাননি সিটিটিসি প্রধান।

রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ : আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে মেস থেকে রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁদের পরিবার। জানা গেছে, মো. রেজোয়ান ইসলাম ও সাকিব নামের এই দুজনকে রবিবার সকালে নগরের চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে তুলে নেওয়া হয়। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ‘প্রিন্টমেকিং বিভাগের ২০১৮-১৯’ শিক্ষাবর্ষের ছাত্র। গতকাল রেজওয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য জানান।

ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া দুই শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা আছে। সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট তাঁদের গ্রেপ্তার করে। আদালত তাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছয় দিন ধরে নিখোঁজ চিকিৎসক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন (২৮) ছয় দিন ধরে নিখোঁজ। পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘ওই চিকিৎসককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব থানায় তাঁর ছবিসহ বার্তা পাঠিয়েছি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও র‌্যাব বিষয়টি নিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত বলার মতো তথ্য আমাদের হাতে নেই। ’

পাঁচ দিনেও সন্ধান মেলেনি ফয়জুল্লাহর : ভোলার চরফ্যাশন উপজেলার  মাদরাসার শিক্ষক ফয়জুল্লাহ ফয়েজকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনেও তিনি ফেরেননি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় থানা পুলিশ।

(এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন কিশোরগঞ্জ, ভোলা, ভাঙ্গা (ফরিদপুর) ও রাবি প্রতিনিধি)।