
ইউল্যাবের সাংবাদিকতা বিভাগের নবীনবরণ
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের ফল-২২ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ অক্টোবর) ইউল্যাবের রিসার্চ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এমএসজে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোর মাধ্যমে নবীনবরণের আনুষ্ঠানিকতা শুরু করেন।