
সিভাসু দেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
শিক্ষার গুণগতমান, উন্নত গবেষণা কার্যক্রম এবং দেশের আর্থসামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ৭ আগস্ট সরকার চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তথা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) রূপান্তরিত করে। এ বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে স্নাতক, এমএস, এমপিএইচ ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। দেশের বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সিভাসু অন্যতম। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।