
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে শিক্ষা বোর্ডের চিঠি
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের বর্তমান অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের নিয়োগ বিধিসম্মত না হওয়ায় প্রতিষ্ঠানটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তে প্রমাণিত হয়েছিল, ফরহাদ হোসেনের নিয়োগটি বিধিসম্মত হয়নি।