
করোনায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে রাজশাহী বোর্ডে!
রাজশাহী: সারাদেশে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে করোনার কারণে এবার রাজশাহী শিক্ষাবোর্ডে তার আগে প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে।এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার ৩০ হাজার ২৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। তাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৪৪ জন ছাত্র এবং ছাত্রী ১৭ হাজার ৭১৫ জন। এসব শিক্ষার্থী এইচএসসি প্রথমবর্ষে নিবন্ধন করলেও পরীক্ষার জন্য ফরম পূরণ করেনি। তারা ঝরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।