
মাউশিতে অদ্ভুত অনুমতি বাণিজ্য
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এবং সরকারি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের উচ্চশিক্ষার অনুমতি নিয়ে বড় ধরনের বাণিজ্য শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রেষণে (চাকরিরত রেখেই সরকারি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সংযুক্তি বা পড়ালেখার অনুমতি) ছাড়া নিয়মিত কোর্সে উচ্চশিক্ষার সুযোগ নেই। মাউশি অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা সে নিয়ম মেনে চললেও তা মানছে না প্রশাসন শাখা। নিয়ম ভেঙে প্রেষণ ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কোর্স করার সুযোগ দেওয়া হচ্ছে। আর এ কাজে অধিদপ্তরের কর্মচারীদের একটি সিন্ডিকেট বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।