
যশোর মেডিকেল কলেজ / মর্গই নেই, লাশ রাখার যন্ত্র ক্রয়
যশোর মেডিকেল কলেজে লাশকাটা ঘর (মর্গ) নেই। অথচ লাশ সংরক্ষণের জন্য ২২ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে ‘মরচুয়ারি ক্যাবিনেট’ যন্ত্র। একসঙ্গে চারটি লাশ সংরক্ষণ সুবিধার যন্ত্রটি তিন বছরের মধ্যে চালুই করা হয়নি। নেই টেকনিশিয়ানও। পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রটি। কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে বর্তমান অধ্যক্ষ ও সাবেক দুই অধ্যক্ষের বিরুদ্ধে।