
হাসপাতালে ভর্তি ২৬ / হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রুপের প্রায় ৫০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কয়েকজন ভর্তি রয়েছেন।