বিদেশে ডাক্তারি পড়ার দারুণ সুযোগ

মুসাররাত আবির

প্রতীকী ছবি

উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায়ই শেষ পর্যায়ে। শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অনেক শিক্ষার্থীর পছন্দ দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়। শুধু ইঞ্জিনিয়ারিং বা স্নাতক নয়, বিদেশে ডাক্তারি পড়ারও রয়েছে দারুণ সুযোগ।

অনেকেই মনে করেন বিদেশে মেডিকেলে পড়াশোনা বেশ ব্যয়বহুল। কিন্তু বিদেশেও যে বৃত্তি নিয়ে প্রায় বিনা মূল্যে মেডিকেলে পড়া যায়, সে কথাটি অনেকেরই অজানা। এমবিবিএস মূলত পাঁচ বছরের কোর্স। এরপর থাকে এক বছরের ইন্টার্নশিপ। বিশ্বের যেকোনো দেশেই চিকিৎসকদের চাহিদা ব্যাপক। আজ থাকছে চিকিৎসা খাতের কয়েকটি আন্তর্জাতিক স্কলারশিপ নিয়ে আলোচনা।

দ্য নাইট হেনেসি স্কলারশিপ প্রোগ্রাম
প্রতিবছর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাত্র ১০০ জনকে এই ফুল-ফান্ডেড বৃত্তি দেওয়া হয়। কিন্তু বেসরকারি হওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কোনো স্কলারশিপ দেওয়া হয় না।

তবে বিভিন্ন তহবিল থেকে শিক্ষার্থীদের স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়। এমবিবিএসের পাশাপাশি এখানে মাস্টার্স, পিএইচডি, এমবিএ করা যায়। তবে আবেদনের শর্ত হচ্ছে কোনো বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত: (https://knight-hennessy.stanford.edu)

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ 
বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বৃত্তি। বিদেশি শিক্ষার্থীরা এখানে মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মেসি, নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি, মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ, নিউট্রিশন, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট, বায়ো-মেডিসিন, মেডিকেল টেকনোলজি, ভেটেরিনারি, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, পোস্ট ডক এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করতে পারবেন। এই বৃত্তির সুবিধা হলো সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ, প্রতি মাসে জীবনযাপনের জন্য শিক্ষার্থী পাবেন  স্বাস্থ্য ভাতা-সুবিধা, ফ্রি বিমান টিকিট, থিসিস প্রস্তুতির জন্য আলাদা ভাতা ইত্যাদি। বিস্তারিত: (https://www.isdb.org/scholarships)
মেক্সট স্কলারশিপ
জাপানের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম হলো মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। জাপান সরকারের এই বৃত্তির আওতায় একাধিক শিক্ষার্থী মেডিকেল থেকে শুরু করে হেলথ স্কলারশিপ পেয়ে থাকেন। মেক্সট স্কলারশিপ টিউশন ফি, আবাসন, মাসিক জীবনযাত্রা ভাতা এবং জাপান থেকে আপনার ভ্রমণ ব্যয় করবে। আবেদন করার পর নির্বাচিতদের জাপান দূতাবাসে অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত: (https://www.bd.mb-japan.go.jp)

হার্ভার্ড মেডিকেল স্কুল স্কলারশিপ
মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা মেডিকেল স্কুল হচ্ছে হার্ভার্ড মেডিকেল স্কুল। মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের চাহিদা অনুসারে এই স্কলারশিপ দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে ডিন রিচ স্কলারশিপ, জেনারেল রেস্ট্রিকটেড স্কলারশিপ, রেসিডেন্ট টিউটর পলিসি। এ ছাড়া ইনস্টিটিউশনাল, ফেডারেল ও প্রাইভেট লোনও নেওয়া যায়। বিস্তারিত: harvardonline.harvard.edu

চায়না এমবিবিএস স্কলারশিপ 
চীন মেডিকেল স্কলারশিপের জন্য বেশ বিখ্যাত। কারণ এখানে বিনা মূল্যে বা স্বল্প খরচেই এমবিবিএস সম্পন্ন করা যায়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিডিএমসি) অনুমোদিত ৫২টি বিশ্ববিদ্যালয় রয়েছে চীনে। কেউ চাইলে এর যেকোনো একটিতে বিডিএমসি থেকে এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়তে যেতে পারবেন। ফুল ফ্রি স্কলারশিপের মধ্যে রয়েছে টিউশন ফি, হোস্টেল ফি, প্রতি মাসে ৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ। আংশিক স্কলারশিপের সুবিধা হলো টিউশন ফি হাফ, হোস্টেল ফি হাফ, মাসিক বৃত্তি নির্ভর করবে শিক্ষার্থীর ফলাফলের ওপর। এ ছাড়া রয়েছে শেভনিং স্কলারশিপ, জন হ্যামেল মেডিকেল স্কলারশিপ, ইউনিভার্সিটি অব অকল্যান্ড ব্যাচেলর অব মেডিকেল সায়েন্স স্কলারশিপ ইত্যাদি।

বিএমডিসি নীতিমালা অনুযায়ী বাইরে এমবিবিএস করতে হলে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার সমমানের গ্রেড থাকতে হবে। বিএমডিসি অফিস থেকে ফরেইন স্টাডির বৈধ সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে। যে দেশে পড়তে যাচ্ছেন বা যে মেডিকেল কলেজে পড়তে যাচ্ছেন, সেই মেডিকেল কলেজ বিএমডিসির অনুমোদন আছে কি না, সেটা জেনে নেবেন।

বিদেশে ডাক্তারি পড়ার দারুণ সুযোগ

মুসাররাত আবির

প্রতীকী ছবি

উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায়ই শেষ পর্যায়ে। শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অনেক শিক্ষার্থীর পছন্দ দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়। শুধু ইঞ্জিনিয়ারিং বা স্নাতক নয়, বিদেশে ডাক্তারি পড়ারও রয়েছে দারুণ সুযোগ।

অনেকেই মনে করেন বিদেশে মেডিকেলে পড়াশোনা বেশ ব্যয়বহুল। কিন্তু বিদেশেও যে বৃত্তি নিয়ে প্রায় বিনা মূল্যে মেডিকেলে পড়া যায়, সে কথাটি অনেকেরই অজানা। এমবিবিএস মূলত পাঁচ বছরের কোর্স। এরপর থাকে এক বছরের ইন্টার্নশিপ। বিশ্বের যেকোনো দেশেই চিকিৎসকদের চাহিদা ব্যাপক। আজ থাকছে চিকিৎসা খাতের কয়েকটি আন্তর্জাতিক স্কলারশিপ নিয়ে আলোচনা।

দ্য নাইট হেনেসি স্কলারশিপ প্রোগ্রাম
প্রতিবছর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাত্র ১০০ জনকে এই ফুল-ফান্ডেড বৃত্তি দেওয়া হয়। কিন্তু বেসরকারি হওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি কোনো স্কলারশিপ দেওয়া হয় না।

তবে বিভিন্ন তহবিল থেকে শিক্ষার্থীদের স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়। এমবিবিএসের পাশাপাশি এখানে মাস্টার্স, পিএইচডি, এমবিএ করা যায়। তবে আবেদনের শর্ত হচ্ছে কোনো বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত: (https://knight-hennessy.stanford.edu)

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ 
বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বৃত্তি। বিদেশি শিক্ষার্থীরা এখানে মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মেসি, নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি, মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ, নিউট্রিশন, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট, বায়ো-মেডিসিন, মেডিকেল টেকনোলজি, ভেটেরিনারি, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, পোস্ট ডক এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করতে পারবেন। এই বৃত্তির সুবিধা হলো সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ, প্রতি মাসে জীবনযাপনের জন্য শিক্ষার্থী পাবেন  স্বাস্থ্য ভাতা-সুবিধা, ফ্রি বিমান টিকিট, থিসিস প্রস্তুতির জন্য আলাদা ভাতা ইত্যাদি। বিস্তারিত: (https://www.isdb.org/scholarships)
মেক্সট স্কলারশিপ
জাপানের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম হলো মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। জাপান সরকারের এই বৃত্তির আওতায় একাধিক শিক্ষার্থী মেডিকেল থেকে শুরু করে হেলথ স্কলারশিপ পেয়ে থাকেন। মেক্সট স্কলারশিপ টিউশন ফি, আবাসন, মাসিক জীবনযাত্রা ভাতা এবং জাপান থেকে আপনার ভ্রমণ ব্যয় করবে। আবেদন করার পর নির্বাচিতদের জাপান দূতাবাসে অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত: (https://www.bd.mb-japan.go.jp)

হার্ভার্ড মেডিকেল স্কুল স্কলারশিপ
মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা মেডিকেল স্কুল হচ্ছে হার্ভার্ড মেডিকেল স্কুল। মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের চাহিদা অনুসারে এই স্কলারশিপ দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে ডিন রিচ স্কলারশিপ, জেনারেল রেস্ট্রিকটেড স্কলারশিপ, রেসিডেন্ট টিউটর পলিসি। এ ছাড়া ইনস্টিটিউশনাল, ফেডারেল ও প্রাইভেট লোনও নেওয়া যায়। বিস্তারিত: harvardonline.harvard.edu

চায়না এমবিবিএস স্কলারশিপ 
চীন মেডিকেল স্কলারশিপের জন্য বেশ বিখ্যাত। কারণ এখানে বিনা মূল্যে বা স্বল্প খরচেই এমবিবিএস সম্পন্ন করা যায়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিডিএমসি) অনুমোদিত ৫২টি বিশ্ববিদ্যালয় রয়েছে চীনে। কেউ চাইলে এর যেকোনো একটিতে বিডিএমসি থেকে এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়তে যেতে পারবেন। ফুল ফ্রি স্কলারশিপের মধ্যে রয়েছে টিউশন ফি, হোস্টেল ফি, প্রতি মাসে ৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ। আংশিক স্কলারশিপের সুবিধা হলো টিউশন ফি হাফ, হোস্টেল ফি হাফ, মাসিক বৃত্তি নির্ভর করবে শিক্ষার্থীর ফলাফলের ওপর। এ ছাড়া রয়েছে শেভনিং স্কলারশিপ, জন হ্যামেল মেডিকেল স্কলারশিপ, ইউনিভার্সিটি অব অকল্যান্ড ব্যাচেলর অব মেডিকেল সায়েন্স স্কলারশিপ ইত্যাদি।

বিএমডিসি নীতিমালা অনুযায়ী বাইরে এমবিবিএস করতে হলে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার সমমানের গ্রেড থাকতে হবে। বিএমডিসি অফিস থেকে ফরেইন স্টাডির বৈধ সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে। যে দেশে পড়তে যাচ্ছেন বা যে মেডিকেল কলেজে পড়তে যাচ্ছেন, সেই মেডিকেল কলেজ বিএমডিসির অনুমোদন আছে কি না, সেটা জেনে নেবেন।