বি ইউনিটের ভর্তি পরীক্ষা: ইবিতে উপস্থিতি ৯৮.৭৮ শতাংশ

ফরহাদ খাদেম

পরীক্ষা পরিদর্শন করছেন উপাচার্য। 

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের (মানবিক) মধ্য দিয়ে শুরু হয় তৃতীয়বারের মতো এ ভর্তি পরীক্ষা।

এবারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৮৫০ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ৬৭৬৭ জন এবং অনুপস্থিত ছিল ৮৩ জন। যা শতকরা ৯৮.৭৮ শতাংশ। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আজ গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা কেন্দ্র পরিদর্শনে গিয়েছি। সবকিছু সন্তোষজনক। আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনও অভিযোগ পাইনি। প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। সকলেই যদি এভাবে যদি সহযোগিতা করেন তাহলে কোনও কাজই অসাধ্য থাকবে না। আগামীদিনের পরীক্ষা গুলোতেও এরকম সহযোগিতা কামনা করছি।’

ইবিহো/এসএস

বি ইউনিটের ভর্তি পরীক্ষা: ইবিতে উপস্থিতি ৯৮.৭৮ শতাংশ

ফরহাদ খাদেম

পরীক্ষা পরিদর্শন করছেন উপাচার্য। 

২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের (মানবিক) মধ্য দিয়ে শুরু হয় তৃতীয়বারের মতো এ ভর্তি পরীক্ষা।

এবারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৮৫০ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ৬৭৬৭ জন এবং অনুপস্থিত ছিল ৮৩ জন। যা শতকরা ৯৮.৭৮ শতাংশ। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আজ গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা কেন্দ্র পরিদর্শনে গিয়েছি। সবকিছু সন্তোষজনক। আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনও অভিযোগ পাইনি। প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। সকলেই যদি এভাবে যদি সহযোগিতা করেন তাহলে কোনও কাজই অসাধ্য থাকবে না। আগামীদিনের পরীক্ষা গুলোতেও এরকম সহযোগিতা কামনা করছি।’

ইবিহো/এসএস