বশেমুরবিপ্রবির শিক্ষকরা সোমবার ক্লাসে ফিরবেন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

টানা আট দিনের কর্মবিরতি শেষে আগামী সোমবার (২১ নভেম্বর) থেকে ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। তবে শিক্ষার্থীদের জরুরি প্রশাসনিক কার্যক্রম ছাড়া সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী ২০ নভেম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে তাঁদের দাবিগুলো তুলে ধরবেন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের দাবি জানাবেন।২১ নভেম্বর থেকে দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বশেমুরবিপ্রবির শিক্ষকরা সোমবার ক্লাসে ফিরবেন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

টানা আট দিনের কর্মবিরতি শেষে আগামী সোমবার (২১ নভেম্বর) থেকে ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। তবে শিক্ষার্থীদের জরুরি প্রশাসনিক কার্যক্রম ছাড়া সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী ২০ নভেম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে তাঁদের দাবিগুলো তুলে ধরবেন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের দাবি জানাবেন।২১ নভেম্বর থেকে দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।