মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ মেট্রোপলিটন, জেলা ও উপজেলা পর্যায়ে মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণি) শিক্ষার্থী ভর্তির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গতকাল অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারা দেশের সব সরকারি-বেসরকারি মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অন-লাইনে (https://gsa.teletalk.com.bd) পাওয়া যাবে। গত ১৬ নভেম্বর শুরু হওয়া অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ মেট্রোপলিটন, জেলা ও উপজেলা পর্যায়ে মাধ্যমিকে (প্রথম থেকে নবম শ্রেণি) শিক্ষার্থী ভর্তির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গতকাল অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারা দেশের সব সরকারি-বেসরকারি মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অন-লাইনে (https://gsa.teletalk.com.bd) পাওয়া যাবে। গত ১৬ নভেম্বর শুরু হওয়া অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।