ইবির টিএসসিসি’র নতুন পরিচালক ড. বাকি বিল্লাহ

ফরহাদ খাদেম

নতুন পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন।

ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ৩০ জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়, ৩১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সদস্য।

এর আগে টিএসসিসির পরিচালক হিসেবে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মো. সালেহ। ৩০ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হয়েছে।

অধ্যাপক ড. বাকি বিল্লাহ বলেন, ‘আমি এর আগেও টিএসসিসির পরিচালক ছিলাম। আমাকে পুনরায় টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চাই বিশ্ববিদ্যালয়ের সকলেই সাংস্কৃতিক দিকে ফিরে আসুক। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এ দায়িত্ব পালন করব। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

এমবিএইচ/এসএস

ইবির টিএসসিসি’র নতুন পরিচালক ড. বাকি বিল্লাহ

ফরহাদ খাদেম

নতুন পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন।

ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ৩০ জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়, ৩১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সদস্য।

এর আগে টিএসসিসির পরিচালক হিসেবে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মো. সালেহ। ৩০ জানুয়ারি তাঁর মেয়াদ শেষ হয়েছে।

অধ্যাপক ড. বাকি বিল্লাহ বলেন, ‘আমি এর আগেও টিএসসিসির পরিচালক ছিলাম। আমাকে পুনরায় টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চাই বিশ্ববিদ্যালয়ের সকলেই সাংস্কৃতিক দিকে ফিরে আসুক। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এ দায়িত্ব পালন করব। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

এমবিএইচ/এসএস