সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল আলম

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. আশরাফুল আলম উপাচার্য পদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আশরাফুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি শেরপুর জেলায় জন্মগ্রহণ করেছেন।

১৯৯৬ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা ছাড়াও তিনি শাবিপ্রবির শাহ পরান হলের প্রভোস্ট, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক, রসায়ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও অ্যাক্রেডিটেশন কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাকাডেমিক কোয়ালিটি এক্সপার্ট হিসেবে আছেন।

দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকাশিত হয়েছে।

ইবিহো/এসএস

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল আলম

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. আশরাফুল আলম উপাচার্য পদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আশরাফুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি শেরপুর জেলায় জন্মগ্রহণ করেছেন।

১৯৯৬ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা ছাড়াও তিনি শাবিপ্রবির শাহ পরান হলের প্রভোস্ট, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক, রসায়ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও অ্যাক্রেডিটেশন কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাকাডেমিক কোয়ালিটি এক্সপার্ট হিসেবে আছেন।

দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকাশিত হয়েছে।

ইবিহো/এসএস