কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম থেকে ১১তম গ্রেডে চাকরি

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির স্থায়ী পদে ৭ম থেকে ১১তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। সব পরীক্ষার সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, অন্য সব মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সিলযুক্ত) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সিলযুক্ত) মূল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর, জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ী, কুমিল্লার  অনুকূলে হতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৩।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম থেকে ১১তম গ্রেডে চাকরি

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির স্থায়ী পদে ৭ম থেকে ১১তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। সব পরীক্ষার সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, অন্য সব মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সিলযুক্ত) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সিলযুক্ত) মূল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর, জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ী, কুমিল্লার  অনুকূলে হতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৩।