নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

মুহাম্মদ আরিফুর রহমান

দ্বিতীয় অধ্যায় : অর্থায়নের উৎস

বহুনির্বাচনী প্রশ্ন

১. স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়

ক. ৬ মাসের মধ্যে             খ. ১ বছরের মধ্যে

গ. ২ বছরের মধ্যে                        ঘ. ৫ বছরের মধ্যে

২. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটি?

ক. ঋণ

খ. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

গ. শেয়ার বিক্রয়লব্ধ তহবিল

ঘ. ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ

৩. নাভিল ব্যাংক থেকে এমন ধরনের ঋণ গ্রহণ করেছেন, যেখানে কোনো মেয়াদ উল্লেখ নেই। তবে ব্যাংক চাওয়ামাত্রই নাভিল ঋণ পরিশোধে বাধ্য থাকবে। নাভিল ব্যাংক থেকে কোন ধরনের ঋণ গ্রহণ করেছেন?

ক. স্বল্পমেয়াদি ব্যাংকঋণ

খ. মধ্যমেয়াদি ব্যাংকঋণ

গ. চাহিবামাত্র প্রদেয় ঋণ

ঘ. লিজিং

৪. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি?

ক. সঞ্চিত তহবিল             খ. ব্যাংক জমাতিরিক্ত

গ. ঋণপত্র                                  ঘ. মালিকের মূলধন

৫. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো

i. ঋণপত্র                                   ii. লিজিং

iii. বাণিজ্যিকপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৬. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক?

ক. কিস্তি                          খ. বিলে স্বাক্ষর

গ. কর                           ঘ. লভ্যাংশ

৭. ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য কোনটি সৃষ্টি করা যায়?

ক. অবণ্টিত মুনাফা

খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল

গ. বহিস্থ তহবিল

ঘ. সঞ্চিতি তহবিল

৮. বহিস্থ তহবিলের উৎসকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুই                           খ. তিন

গ. চার                           ঘ. পাঁচ

৯. কে বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে?

ক. ক্রেতা                                    খ. ঋণগ্রহীতা

গ. আমদানিকারক            ঘ. বিক্রেতা

১০. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়?

ক. অভ্যন্তরীণ তহবিল                    খ. বহিস্থ তহবিল

গ. পারিবারিক তহবিল                   ঘ. ব্যক্তিগত তহবিল

১১. সাধারণত বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে

i. খ্যাতিমান ব্যক্তি                        ii. বাণিজ্যিক ব্যাংক

iii. বীমা কোম্পানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

১২. শেয়ারবাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন?

ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি

খ. পাবলিক লিমিটেড কোম্পানি

গ. সমবায় সমিতি

ঘ. এক মালিকানা ব্যবসায়

১৩. কোম্পানির যে বছর মুনাফা অপ্রতুল হয় সে বছর কোম্পানি ব্যবহার করতে পারে কোনটি?

ক. অবণ্টিত মুনাফা

খ. সঞ্চিতি তহবিল

গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল

ঘ. ঋণপত্র

উত্তর

১. খ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. গ

নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

মুহাম্মদ আরিফুর রহমান

দ্বিতীয় অধ্যায় : অর্থায়নের উৎস

বহুনির্বাচনী প্রশ্ন

১. স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়

ক. ৬ মাসের মধ্যে             খ. ১ বছরের মধ্যে

গ. ২ বছরের মধ্যে                        ঘ. ৫ বছরের মধ্যে

২. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটি?

ক. ঋণ

খ. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

গ. শেয়ার বিক্রয়লব্ধ তহবিল

ঘ. ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ

৩. নাভিল ব্যাংক থেকে এমন ধরনের ঋণ গ্রহণ করেছেন, যেখানে কোনো মেয়াদ উল্লেখ নেই। তবে ব্যাংক চাওয়ামাত্রই নাভিল ঋণ পরিশোধে বাধ্য থাকবে। নাভিল ব্যাংক থেকে কোন ধরনের ঋণ গ্রহণ করেছেন?

ক. স্বল্পমেয়াদি ব্যাংকঋণ

খ. মধ্যমেয়াদি ব্যাংকঋণ

গ. চাহিবামাত্র প্রদেয় ঋণ

ঘ. লিজিং

৪. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি?

ক. সঞ্চিত তহবিল             খ. ব্যাংক জমাতিরিক্ত

গ. ঋণপত্র                                  ঘ. মালিকের মূলধন

৫. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো

i. ঋণপত্র                                   ii. লিজিং

iii. বাণিজ্যিকপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৬. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক?

ক. কিস্তি                          খ. বিলে স্বাক্ষর

গ. কর                           ঘ. লভ্যাংশ

৭. ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য কোনটি সৃষ্টি করা যায়?

ক. অবণ্টিত মুনাফা

খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল

গ. বহিস্থ তহবিল

ঘ. সঞ্চিতি তহবিল

৮. বহিস্থ তহবিলের উৎসকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুই                           খ. তিন

গ. চার                           ঘ. পাঁচ

৯. কে বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে?

ক. ক্রেতা                                    খ. ঋণগ্রহীতা

গ. আমদানিকারক            ঘ. বিক্রেতা

১০. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়?

ক. অভ্যন্তরীণ তহবিল                    খ. বহিস্থ তহবিল

গ. পারিবারিক তহবিল                   ঘ. ব্যক্তিগত তহবিল

১১. সাধারণত বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে

i. খ্যাতিমান ব্যক্তি                        ii. বাণিজ্যিক ব্যাংক

iii. বীমা কোম্পানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

১২. শেয়ারবাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন?

ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি

খ. পাবলিক লিমিটেড কোম্পানি

গ. সমবায় সমিতি

ঘ. এক মালিকানা ব্যবসায়

১৩. কোম্পানির যে বছর মুনাফা অপ্রতুল হয় সে বছর কোম্পানি ব্যবহার করতে পারে কোনটি?

ক. অবণ্টিত মুনাফা

খ. সঞ্চিতি তহবিল

গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল

ঘ. ঋণপত্র

উত্তর

১. খ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. গ