নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ
মুহাম্মদ আরিফুর রহমান

দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
বহুনির্বাচনী
১. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
ক. রাজনৈতিক স্থিতিশীলতা খ. প্রচার-প্রচারণার অভাব
গ. প্রাকৃতিক সম্পদের ঘাটতি ঘ. বেকারত্ব
২. উদ্যোক্তারা ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট কোন বিষয়টি বিচক্ষণতার সঙ্গে নিরূপণ করেন?
ক. ঝুঁকি খ. মুনাফা
গ. ক্ষতি ঘ. মূলধন
৩. বাংলাদেশ একটি কেমন দেশ?
ক. উন্নত খ. অনুন্নত
গ. উন্নয়নশীল ঘ. স্বল্পোন্নত
৪. আফতাব পাঁচ লাখ টাকা মূলধন নিয়ে একটি খামার গড়ে তুলেছিলেন। প্রথম প্রচেষ্টায় তিনি সফল হতে পারেননি। এ ক্ষেত্রে আফতাবের করণীয়
র. ব্যর্থতার কারণ খুঁজে বের করা রর. অন্য ব্যবসায় শুরু করা
ররর. আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?
ক. উদ্যোগ খ. অধ্যবসায়
গ. পরিশ্রম ঘ. ব্যবসায় উদ্যোগ
৬. উদ্যোক্তা সিদ্ধান্ত বাস্তবায়নের পথে কোনটি আগে থেকে অনুমান করেন?
ক. অসুবিধা খ. সুবিধা
গ. বাধা ঘ. উদ্দেশ্য
৭. উন্নত বিশে^র দেশগুলোর অগ্রগতির প্রধান কারণ হলো
র. ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
রর. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
ররর. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. আলমগীর একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরাবাঁধা নিয়ম ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। এখানে আলমগীরের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে?
ক. স্বাধীনচেতা মনোভাব
খ. সাহস
গ. সৃজনশীলতা
ঘ. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
৯. কোনটির মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
ক. প্রাকৃতিক সম্পদ খ. দক্ষ জনশক্তি
গ. সরকারি পৃষ্ঠপোষকতা ঘ. বৈদেশিক সাহায্য
১০. অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?
ক. রাষ্ট্র পরিচালনা খ. জনকল্যাণ
গ. মুনাফা অর্জন ঘ. নেতৃত্বের উন্নয়ন
১১. ব্যবসায় উদ্যোগের সঙ্গে কীসের সম্পর্ক সর্বদা বিদ্যমান?
ক. মুনাফা খ. ক্ষতি
গ. ঝুঁকি ঘ. উন্নয়ন
১২. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
র. মানবসম্পদের উন্নয়ন হয় রর. মূলধন গঠিত হয়
ররর. নতুন সম্পদ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. যেকোনো দেশের উন্নয়নে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
ক. শিল্প খাত খ. সেবা খাত
গ. কৃষি খাত ঘ. মৎস্য খাত
১৪. ব্যবসায় উদ্যোগের কোন আলোচনা থেকে উদ্যোক্তার গুণাবলি বিষয়ে ধারণা লাভ করা যায়?
ক. বৈশিষ্ট্য খ. সুবিধা
গ. কাজ ঘ. নীতিমালা
উত্তর
১. খ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক

নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ
মুহাম্মদ আরিফুর রহমান

দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
বহুনির্বাচনী
১. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
ক. রাজনৈতিক স্থিতিশীলতা খ. প্রচার-প্রচারণার অভাব
গ. প্রাকৃতিক সম্পদের ঘাটতি ঘ. বেকারত্ব
২. উদ্যোক্তারা ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট কোন বিষয়টি বিচক্ষণতার সঙ্গে নিরূপণ করেন?
ক. ঝুঁকি খ. মুনাফা
গ. ক্ষতি ঘ. মূলধন
৩. বাংলাদেশ একটি কেমন দেশ?
ক. উন্নত খ. অনুন্নত
গ. উন্নয়নশীল ঘ. স্বল্পোন্নত
৪. আফতাব পাঁচ লাখ টাকা মূলধন নিয়ে একটি খামার গড়ে তুলেছিলেন। প্রথম প্রচেষ্টায় তিনি সফল হতে পারেননি। এ ক্ষেত্রে আফতাবের করণীয়
র. ব্যর্থতার কারণ খুঁজে বের করা রর. অন্য ব্যবসায় শুরু করা
ররর. আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?
ক. উদ্যোগ খ. অধ্যবসায়
গ. পরিশ্রম ঘ. ব্যবসায় উদ্যোগ
৬. উদ্যোক্তা সিদ্ধান্ত বাস্তবায়নের পথে কোনটি আগে থেকে অনুমান করেন?
ক. অসুবিধা খ. সুবিধা
গ. বাধা ঘ. উদ্দেশ্য
৭. উন্নত বিশে^র দেশগুলোর অগ্রগতির প্রধান কারণ হলো
র. ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
রর. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
ররর. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. আলমগীর একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরাবাঁধা নিয়ম ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। এখানে আলমগীরের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে উঠেছে?
ক. স্বাধীনচেতা মনোভাব
খ. সাহস
গ. সৃজনশীলতা
ঘ. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
৯. কোনটির মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
ক. প্রাকৃতিক সম্পদ খ. দক্ষ জনশক্তি
গ. সরকারি পৃষ্ঠপোষকতা ঘ. বৈদেশিক সাহায্য
১০. অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?
ক. রাষ্ট্র পরিচালনা খ. জনকল্যাণ
গ. মুনাফা অর্জন ঘ. নেতৃত্বের উন্নয়ন
১১. ব্যবসায় উদ্যোগের সঙ্গে কীসের সম্পর্ক সর্বদা বিদ্যমান?
ক. মুনাফা খ. ক্ষতি
গ. ঝুঁকি ঘ. উন্নয়ন
১২. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
র. মানবসম্পদের উন্নয়ন হয় রর. মূলধন গঠিত হয়
ররর. নতুন সম্পদ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. যেকোনো দেশের উন্নয়নে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
ক. শিল্প খাত খ. সেবা খাত
গ. কৃষি খাত ঘ. মৎস্য খাত
১৪. ব্যবসায় উদ্যোগের কোন আলোচনা থেকে উদ্যোক্তার গুণাবলি বিষয়ে ধারণা লাভ করা যায়?
ক. বৈশিষ্ট্য খ. সুবিধা
গ. কাজ ঘ. নীতিমালা
উত্তর
১. খ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক