নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

মুহাম্মদ আরিফুর রহমান |

তৃতীয় অধ্যায় : দু-তরফা দাখিলা পদ্ধতি

বহুনির্বাচনী

১. দু-তরফা দাখিলা পদ্ধতিতে

ক. প্রতিটি লেনদেনের জন্য একটি করে দাখিলা হয়

খ. প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে না

গ. প্রত্যেক লেনদেন একমুখী ফলাফল উৎপন্ন করে

ঘ. প্রত্যেক লেনদেনই দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপন্ন করে

২. ‘কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে’লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ করতে হবে?

ক. ক্রয় জাবেদায়             খ. প্রকৃত জাবেদায়

গ. নগদ জাবেদায়                        ঘ. বিক্রয় জাবেদায়

৩. কোন ধরনের প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে দু-তরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয়?

ক. বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান খ. ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান

গ. মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান        ঘ. মুদি দোকান

৪. ‘নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা’ এখানে দু-তরফা দাখিলার প্রভাব হলো

ক. আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস খ. আয় বৃদ্ধি ও দায় হ্রাস

গ. আয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি ঘ. সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি

৫. সাদমানের প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন ৯০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা এবং মুনাফার পরিমাণ ২৫,০০০ টাকা হলে সমাপনী মূলধনের পরিমাণ কত?

ক. ৫৫,০০০ টাকা                        খ. ১,০৫,০০০ টাকা

গ. ১,২৫,০০০ টাকা                     ঘ. ৬৫,০০০ টাকা

৬. অফিস ভাড়া প্রদান ৫,০০০ টাকাএ লেনদেনে ‘ভাড়া হিসাব’

ক. ডেবিট হবে                 খ. ক্রেডিট হবে

গ. ডেবিট ও ক্রেডিট উভয়ই হবে      ঘ. কোন পক্ষ আসবে না

৭. দু-তরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের বিশদ আয়বিবরণী তৈরির জন্য কোন ধরনের আয়-ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয়?

ক. মূলধন জাতীয়             খ. বিলম্বিত মুনাফা জাতীয়

গ. মূলধনায়িত                 ঘ. মুনাফা জাতীয়

৮. হিসাব চক্রের ধাপ কয়টি?

ক. ৬টি                           খ. ৮টি

গ. ১০টি                         ঘ. ১২টি

৯. প্রতিটি লেনদেনে কয়টি হিসাব খাত থাকে?

ক. একটি                                    খ. দুটি

গ. দুই বা ততোধিক                      ঘ. কোন হিসাব খাত থাকে না

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নাফিস একজন ব্যবসায়ী। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকার পণ্য, ১,৮০,০০০ টাকার ঋণ এবং ২,২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারির ৪ তারিখে পণ্য ক্রয় করেন ৬০,০০০ টাকার। জানুয়ারির ৭ তারিখে অটবি ফানিসার্স থেকে ৮০,০০০ টাকার একটি আলমারি ক্রয় করেন। জানুয়ারির ১০ তারিখে বাকিতে পণ্য ক্রয় করেন ৪০,০০০ টাকার।

১০. জানুয়ারির ১২ তারিখে নাফিসের ব্যবসায়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ কত টাকা?

ক. ১,৬০,০০০ টাকা                     খ. ৪,০০,০০০ টাকা

গ. ৩,৪০,০০০ টাকা                     ঘ. ৮০,০০০ টাকা

১১. মাস শেষে নাফিসের ব্যবসায়ে মোট দেনার পরিমাণ কত?

ক. ৩,০০,০০০ টাকা                     খ. ১,২০,০০০ টাকা

গ. ২,২০,০০০ টাকা                     ঘ. ২,৬০,০০০ টাকা

১২. দু-তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনে সুবিধা প্রদানকারীকে কী বলে?

ক. দাতা                         খ. গ্রহীতা

গ. ক্রেতা                                    ঘ. বিক্রেতা

উত্তর

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. গ, ১১. গ, ১২. ক

নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

মুহাম্মদ আরিফুর রহমান |

তৃতীয় অধ্যায় : দু-তরফা দাখিলা পদ্ধতি

বহুনির্বাচনী

১. দু-তরফা দাখিলা পদ্ধতিতে

ক. প্রতিটি লেনদেনের জন্য একটি করে দাখিলা হয়

খ. প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে না

গ. প্রত্যেক লেনদেন একমুখী ফলাফল উৎপন্ন করে

ঘ. প্রত্যেক লেনদেনই দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপন্ন করে

২. ‘কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে’লেনদেনটি কোন বইতে লিপিবদ্ধ করতে হবে?

ক. ক্রয় জাবেদায়             খ. প্রকৃত জাবেদায়

গ. নগদ জাবেদায়                        ঘ. বিক্রয় জাবেদায়

৩. কোন ধরনের প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে দু-তরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয়?

ক. বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান খ. ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান

গ. মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান        ঘ. মুদি দোকান

৪. ‘নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা’ এখানে দু-তরফা দাখিলার প্রভাব হলো

ক. আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস খ. আয় বৃদ্ধি ও দায় হ্রাস

গ. আয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি ঘ. সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি

৫. সাদমানের প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন ৯০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা এবং মুনাফার পরিমাণ ২৫,০০০ টাকা হলে সমাপনী মূলধনের পরিমাণ কত?

ক. ৫৫,০০০ টাকা                        খ. ১,০৫,০০০ টাকা

গ. ১,২৫,০০০ টাকা                     ঘ. ৬৫,০০০ টাকা

৬. অফিস ভাড়া প্রদান ৫,০০০ টাকাএ লেনদেনে ‘ভাড়া হিসাব’

ক. ডেবিট হবে                 খ. ক্রেডিট হবে

গ. ডেবিট ও ক্রেডিট উভয়ই হবে      ঘ. কোন পক্ষ আসবে না

৭. দু-তরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের বিশদ আয়বিবরণী তৈরির জন্য কোন ধরনের আয়-ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয়?

ক. মূলধন জাতীয়             খ. বিলম্বিত মুনাফা জাতীয়

গ. মূলধনায়িত                 ঘ. মুনাফা জাতীয়

৮. হিসাব চক্রের ধাপ কয়টি?

ক. ৬টি                           খ. ৮টি

গ. ১০টি                         ঘ. ১২টি

৯. প্রতিটি লেনদেনে কয়টি হিসাব খাত থাকে?

ক. একটি                                    খ. দুটি

গ. দুই বা ততোধিক                      ঘ. কোন হিসাব খাত থাকে না

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নাফিস একজন ব্যবসায়ী। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকার পণ্য, ১,৮০,০০০ টাকার ঋণ এবং ২,২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারির ৪ তারিখে পণ্য ক্রয় করেন ৬০,০০০ টাকার। জানুয়ারির ৭ তারিখে অটবি ফানিসার্স থেকে ৮০,০০০ টাকার একটি আলমারি ক্রয় করেন। জানুয়ারির ১০ তারিখে বাকিতে পণ্য ক্রয় করেন ৪০,০০০ টাকার।

১০. জানুয়ারির ১২ তারিখে নাফিসের ব্যবসায়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ কত টাকা?

ক. ১,৬০,০০০ টাকা                     খ. ৪,০০,০০০ টাকা

গ. ৩,৪০,০০০ টাকা                     ঘ. ৮০,০০০ টাকা

১১. মাস শেষে নাফিসের ব্যবসায়ে মোট দেনার পরিমাণ কত?

ক. ৩,০০,০০০ টাকা                     খ. ১,২০,০০০ টাকা

গ. ২,২০,০০০ টাকা                     ঘ. ২,৬০,০০০ টাকা

১২. দু-তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনে সুবিধা প্রদানকারীকে কী বলে?

ক. দাতা                         খ. গ্রহীতা

গ. ক্রেতা                                    ঘ. বিক্রেতা

উত্তর

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. গ, ১১. গ, ১২. ক