৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮
লেখা: মো. আফজাল হোসেন
মডেল: ইয়াসফি ও নুসরাত ছবি: খালেদ সরকার
৫. কোনটি পাললিক শিলা?
ক. গ্রানাইড
খ. ল্যাকোলিথ
গ. কেওলিন
ঘ. ডলোরাইট
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
ক. বরেন্দ্র জাদুঘর এলাকাকে
খ. সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে
গ. নেত্রকোনার বিরিশিরি অঞ্চলকে
ঘ. কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপকে
৭. ‘W.R.I’ কী?
ক. জাতিসংঘের প্রতিষ্ঠান
খ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গোষ্ঠী
গ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
ঘ. বন–সম্পর্কিত প্রতিষ্ঠান
৮. হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত?
ক. ভঙ্গিল পর্বত
খ. আগ্নেয় পর্বত
গ. চ্যুতি-স্তূপ পর্বত
ঘ. ক্ষয়জাত পর্বত
৯. মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা থেকে—
ক. ২০০ নটিক্যাল মাইল
খ. ৩৫০ নটিক্যাল মাইল
গ. ৩০০ নটিক্যাল মাইল
ঘ. ৪৫০ নটিক্যাল মাইল
১০. বাংলাদেশের ভূমিকম্প বলয়গুলো কী নামে পরিচিত?
ক. ডেঞ্জার জোন
খ. কসমিক রিস্ক জোন
গ. সিসমিক প্লেট
ঘ. সিসমিক রিস্ক জোন
আরও পড়ুন
১১. ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?
ক. ২২ মার্চ
খ. ২২ এপ্রিল
গ. ২২ মে
ঘ. ২২ জুন
১২. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সর্বাধিক ব্যয়বহুল?
ক. পূর্বপ্রস্তুতি
খ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
গ. সাড়া দান
ঘ. পুনরুদ্ধার
১৩. ভারত ও প্রশান্ত মহাসাগরের কত ডিগ্রি অক্ষাংশ ‘গর্জনশীল চল্লিশা’ নামে পরিচিত?
ক. ৪০ ডিগ্রি-৪৫ ডিগ্রি
খ. ৪০ ডিগ্রি-৪৬ ডিগ্রি
গ. ৪০ ডিগ্রি-৪৭ ডিগ্রি
ঘ. ৪০ ডিগ্রি-৪৯ ডিগ্রি
১৪. ‘ভাসানচর দ্বীপ’কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. চাঁদপুর
গ. ফেনী
ঘ. নোয়াখালী
১৫. ‘বিশ্ব ধরিত্রী দিবস’ কবে উদ্যাপিত হয়?
ক. ১০ এপ্রিল
খ. ২২ এপ্রিল
গ. ১৯ এপ্রিল
ঘ. ২২ এপ্রিল
১৬. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা–বাগান রয়েছে?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. পঞ্চগড়
ঘ. হবিগঞ্জ
১৭. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
ক. ৮১.০২%
খ. ৭৮.০২%
গ. ৮৭.০২%
ঘ. ৭৯.০২%
১৮. ‘লা-নিনা’কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বোঝায়?
ক. গ্রিক : খরা ও ঘূর্ণিঝড়
খ. লাতিন : শৈত্যপ্রবাহ
গ. স্পেনীয় : বৃষ্টিপাত ও বন্যা
ঘ. মালয়েশীয় : বিপৎসংকেত
১৯. নিম্নবর্ণিত কোন দুর্যোগটি পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়?
ক. বন্যা
খ. খরা
গ. ভূমিকম্প
ঘ. ঘূর্ণিঝড়
২০. ‘মিঠামইন হাওর’কোথায় অবস্থিত?
ক. নেত্রকোনা
খ. কিশোরগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. সুনামগঞ্জ
মডেল টেস্ট-৮ এর উত্তর
১. ক। ২. খ। ৩. খ। ৪. ঘ । ৫. গ। ৬. খ। ৭. ঘ। ৮. ক। ৯. খ। ১০. ঘ।
১১. গ। ১২. খ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. খ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. গ। ২০. খ।
৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮
লেখা: মো. আফজাল হোসেন
মডেল: ইয়াসফি ও নুসরাত ছবি: খালেদ সরকার
৫. কোনটি পাললিক শিলা?
ক. গ্রানাইড
খ. ল্যাকোলিথ
গ. কেওলিন
ঘ. ডলোরাইট
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
ক. বরেন্দ্র জাদুঘর এলাকাকে
খ. সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে
গ. নেত্রকোনার বিরিশিরি অঞ্চলকে
ঘ. কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপকে
৭. ‘W.R.I’ কী?
ক. জাতিসংঘের প্রতিষ্ঠান
খ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গোষ্ঠী
গ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
ঘ. বন–সম্পর্কিত প্রতিষ্ঠান
৮. হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত?
ক. ভঙ্গিল পর্বত
খ. আগ্নেয় পর্বত
গ. চ্যুতি-স্তূপ পর্বত
ঘ. ক্ষয়জাত পর্বত
৯. মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা থেকে—
ক. ২০০ নটিক্যাল মাইল
খ. ৩৫০ নটিক্যাল মাইল
গ. ৩০০ নটিক্যাল মাইল
ঘ. ৪৫০ নটিক্যাল মাইল
১০. বাংলাদেশের ভূমিকম্প বলয়গুলো কী নামে পরিচিত?
ক. ডেঞ্জার জোন
খ. কসমিক রিস্ক জোন
গ. সিসমিক প্লেট
ঘ. সিসমিক রিস্ক জোন
আরও পড়ুন
১১. ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?
ক. ২২ মার্চ
খ. ২২ এপ্রিল
গ. ২২ মে
ঘ. ২২ জুন
১২. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সর্বাধিক ব্যয়বহুল?
ক. পূর্বপ্রস্তুতি
খ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন
গ. সাড়া দান
ঘ. পুনরুদ্ধার
১৩. ভারত ও প্রশান্ত মহাসাগরের কত ডিগ্রি অক্ষাংশ ‘গর্জনশীল চল্লিশা’ নামে পরিচিত?
ক. ৪০ ডিগ্রি-৪৫ ডিগ্রি
খ. ৪০ ডিগ্রি-৪৬ ডিগ্রি
গ. ৪০ ডিগ্রি-৪৭ ডিগ্রি
ঘ. ৪০ ডিগ্রি-৪৯ ডিগ্রি
১৪. ‘ভাসানচর দ্বীপ’কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. চাঁদপুর
গ. ফেনী
ঘ. নোয়াখালী
১৫. ‘বিশ্ব ধরিত্রী দিবস’ কবে উদ্যাপিত হয়?
ক. ১০ এপ্রিল
খ. ২২ এপ্রিল
গ. ১৯ এপ্রিল
ঘ. ২২ এপ্রিল
১৬. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা–বাগান রয়েছে?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. পঞ্চগড়
ঘ. হবিগঞ্জ
১৭. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?
ক. ৮১.০২%
খ. ৭৮.০২%
গ. ৮৭.০২%
ঘ. ৭৯.০২%
১৮. ‘লা-নিনা’কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বোঝায়?
ক. গ্রিক : খরা ও ঘূর্ণিঝড়
খ. লাতিন : শৈত্যপ্রবাহ
গ. স্পেনীয় : বৃষ্টিপাত ও বন্যা
ঘ. মালয়েশীয় : বিপৎসংকেত
১৯. নিম্নবর্ণিত কোন দুর্যোগটি পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়?
ক. বন্যা
খ. খরা
গ. ভূমিকম্প
ঘ. ঘূর্ণিঝড়
২০. ‘মিঠামইন হাওর’কোথায় অবস্থিত?
ক. নেত্রকোনা
খ. কিশোরগঞ্জ
গ. মৌলভীবাজার
ঘ. সুনামগঞ্জ
মডেল টেস্ট-৮ এর উত্তর
১. ক। ২. খ। ৩. খ। ৪. ঘ । ৫. গ। ৬. খ। ৭. ঘ। ৮. ক। ৯. খ। ১০. ঘ।
১১. গ। ১২. খ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. খ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. গ। ২০. খ।