আইবিএ পরীক্ষা অ্যানালিটিকাল অংশের প্রস্তুতি

লাবিব আল তাসফি

লাবিব আল তাসফি

বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ সেরা ইনস্টিটিউটগুলোর একটি। তাই এখানকার পরীক্ষার ধরনটাও অন্যগুলোর তুলনায় একটু কঠিন। কিন্তু একদমই অসম্ভব নয়!

আইবিএর পরীক্ষায় চারটি সেকশন আছে—গণিত, ইংরেজি, অ্যানালিটিকাল ও লিখিত ইংরেজি। প্রথম তিনটি দেড় ঘণ্টার অবজেকটিভ পরীক্ষা, আর শেষেরটি লিখিত পরীক্ষা আধা ঘণ্টার হয়ে থাকে। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৯০ মিনিট। এখানে তিনটি অংশ থাকে—ইংরেজি (৩০ নম্বর), গণিত (৩০ নম্বর), অ্যানালিটিকাল (১৫ নম্বর)।

অ্যানালিটিকালের প্রস্তুতি
অ্যানালিটিকালেও যথারীতি তিনটি অংশ আছে: পাজল সলভিং, ক্রিটিক্যাল রিজনিং ও ডেটা ইফিসিয়েন্সি। এই সেকশনটা বেশ মজার। একটু পরিকল্পনামাফিক প্রস্তুতি নিলে এই অংশে বেশ ভালো একটা নম্বর তোলা সম্ভব। যারা এখানে ভালো নম্বর পাবে, তারাই প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকবে।

  • ডেটা ইফিসিয়েন্সির ক্ষেত্রে Gmat Guide ও Gmat Review থেকে অনেক প্রশ্ন আসে। এখান থেকে অনুশীলন করা যেতে পারে। gmatclub. com-এও লেসন আছে। এসব প্রশ্ন সমাধানের সময় সম্পূর্ণ অঙ্ক সমাধানের প্রয়োজন নেই। শুধু অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি বা প্রক্রিয়াটা কেমন হতে পারে, তা চিন্তা করতে হবে। এরপর দেখতে হবে প্রশ্নের উত্তর অপশনের একটা হবে, নাকি একটাও হবে না।
  • পাজল সলভিং সম্পূর্ণ নির্ভর করবে তোমার অনুশীলনের ওপর। তুমি যদি প্রস্তুতির শুরুর দিকের কয়েক দিন অনুশীলন করে আর না করো, তাহলে পরীক্ষার হলে সমাধান করতে পারবে না। তাই শুরুর থেকেই ধারাবাহিকভাবে অনুশীলন করবে; বিশেষ করে পরীক্ষার আগের সাত দিন নিয়মিত অনুশীলন করতে হবে। পাজল সলভিংয়ের জন্য GRE Big Book সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। খানে ৩০০+ পাজল আছে, সাধারণত এগুলো থেকেই প্রতিবছর ঘুরেফিরে প্রশ্ন আসে। সুতরাং এখানকার প্রতিটি পাজল একদম ঝালাই করে অনুশীলন করতে হবে। কোনোটা করতে অসুবিধা হলে ইউটিউবে GRE Big Book Solve লিখে সার্চ দিলে অনেক সলিউশন ভিডিও সামনে আসবে। আমি মালিহা আহমেদ আপুর ভিডিওগুলো দেখতাম, যা বেশ উপকারী।
  •  ক্রিটিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলো অন্যান্য অংশের তুলনায় একটু সহজ হয়। তবে ভালোমতো অনুশীলন করতে হবে। অনেকটা Reading Comprehension-এর মতোই, তবে আকারে ছোট। Gmat Guide ও Gmat Review বইয়ের পাশাপাশি gmatclub.com থেকে অনুশীলন করতে হবে। অনুশীলনের মাধ্যমে প্রশ্নকর্তা কোনো মানসিকতা থেকে প্রশ্ন করবেন, সে-সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

সমবণ্টন
অ্যানালিটিকাল অংশ সমাধানের সময় সর্বোচ্চ ২০ মিনিট রাখা যেতে পারে। না হলে গণিত বা ইংরেজি লিখে শেষ করা যাবে না। এই অংশটুকু শুরুতেই সমাধান করা যায়। পরিকল্পনামাফিক এগোলে সময়ের মধ্যেই প্রশ্ন সমাধান করা সম্ভব। যেমন পাজল মূলত দুইটা আসে। একটা সমাধান করে দ্বিতীয়টা সবার শেষে করা যেতে পারে। অনুশীলন করে তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করতে হবে।

নেগেটিভ মার্কিং
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। তাই একদম নিশ্চিত না হয়ে উত্তর ভরাট করবে না এবং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কখনোই অনুমোদিত নয়।

লাবিব আল তাসফি, তৃতীয় স্থান অধিকারী, ঢাবি আইবিএ (২০২১-২২)

অনুলিখন: মুসাররাত আবির

আইবিএ পরীক্ষা অ্যানালিটিকাল অংশের প্রস্তুতি

লাবিব আল তাসফি

লাবিব আল তাসফি

বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ সেরা ইনস্টিটিউটগুলোর একটি। তাই এখানকার পরীক্ষার ধরনটাও অন্যগুলোর তুলনায় একটু কঠিন। কিন্তু একদমই অসম্ভব নয়!

আইবিএর পরীক্ষায় চারটি সেকশন আছে—গণিত, ইংরেজি, অ্যানালিটিকাল ও লিখিত ইংরেজি। প্রথম তিনটি দেড় ঘণ্টার অবজেকটিভ পরীক্ষা, আর শেষেরটি লিখিত পরীক্ষা আধা ঘণ্টার হয়ে থাকে। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৯০ মিনিট। এখানে তিনটি অংশ থাকে—ইংরেজি (৩০ নম্বর), গণিত (৩০ নম্বর), অ্যানালিটিকাল (১৫ নম্বর)।

অ্যানালিটিকালের প্রস্তুতি
অ্যানালিটিকালেও যথারীতি তিনটি অংশ আছে: পাজল সলভিং, ক্রিটিক্যাল রিজনিং ও ডেটা ইফিসিয়েন্সি। এই সেকশনটা বেশ মজার। একটু পরিকল্পনামাফিক প্রস্তুতি নিলে এই অংশে বেশ ভালো একটা নম্বর তোলা সম্ভব। যারা এখানে ভালো নম্বর পাবে, তারাই প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকবে।

  • ডেটা ইফিসিয়েন্সির ক্ষেত্রে Gmat Guide ও Gmat Review থেকে অনেক প্রশ্ন আসে। এখান থেকে অনুশীলন করা যেতে পারে। gmatclub. com-এও লেসন আছে। এসব প্রশ্ন সমাধানের সময় সম্পূর্ণ অঙ্ক সমাধানের প্রয়োজন নেই। শুধু অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি বা প্রক্রিয়াটা কেমন হতে পারে, তা চিন্তা করতে হবে। এরপর দেখতে হবে প্রশ্নের উত্তর অপশনের একটা হবে, নাকি একটাও হবে না।
  • পাজল সলভিং সম্পূর্ণ নির্ভর করবে তোমার অনুশীলনের ওপর। তুমি যদি প্রস্তুতির শুরুর দিকের কয়েক দিন অনুশীলন করে আর না করো, তাহলে পরীক্ষার হলে সমাধান করতে পারবে না। তাই শুরুর থেকেই ধারাবাহিকভাবে অনুশীলন করবে; বিশেষ করে পরীক্ষার আগের সাত দিন নিয়মিত অনুশীলন করতে হবে। পাজল সলভিংয়ের জন্য GRE Big Book সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। খানে ৩০০+ পাজল আছে, সাধারণত এগুলো থেকেই প্রতিবছর ঘুরেফিরে প্রশ্ন আসে। সুতরাং এখানকার প্রতিটি পাজল একদম ঝালাই করে অনুশীলন করতে হবে। কোনোটা করতে অসুবিধা হলে ইউটিউবে GRE Big Book Solve লিখে সার্চ দিলে অনেক সলিউশন ভিডিও সামনে আসবে। আমি মালিহা আহমেদ আপুর ভিডিওগুলো দেখতাম, যা বেশ উপকারী।
  •  ক্রিটিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলো অন্যান্য অংশের তুলনায় একটু সহজ হয়। তবে ভালোমতো অনুশীলন করতে হবে। অনেকটা Reading Comprehension-এর মতোই, তবে আকারে ছোট। Gmat Guide ও Gmat Review বইয়ের পাশাপাশি gmatclub.com থেকে অনুশীলন করতে হবে। অনুশীলনের মাধ্যমে প্রশ্নকর্তা কোনো মানসিকতা থেকে প্রশ্ন করবেন, সে-সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

সমবণ্টন
অ্যানালিটিকাল অংশ সমাধানের সময় সর্বোচ্চ ২০ মিনিট রাখা যেতে পারে। না হলে গণিত বা ইংরেজি লিখে শেষ করা যাবে না। এই অংশটুকু শুরুতেই সমাধান করা যায়। পরিকল্পনামাফিক এগোলে সময়ের মধ্যেই প্রশ্ন সমাধান করা সম্ভব। যেমন পাজল মূলত দুইটা আসে। একটা সমাধান করে দ্বিতীয়টা সবার শেষে করা যেতে পারে। অনুশীলন করে তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করতে হবে।

নেগেটিভ মার্কিং
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। তাই একদম নিশ্চিত না হয়ে উত্তর ভরাট করবে না এবং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কখনোই অনুমোদিত নয়।

লাবিব আল তাসফি, তৃতীয় স্থান অধিকারী, ঢাবি আইবিএ (২০২১-২২)

অনুলিখন: মুসাররাত আবির