একাদশ ও দ্বাদশ শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

 

দ্বিতীয় অধ্যায়

কেন্দ্রীয় ব্যাংক

অনুধাবনমূলক প্রশ্ন

১। কেন্দ্রীয় ব্যাংক কীভাবে কার্য পরিচালনা করে?

উত্তর : কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, নোট ও মুদ্রার প্রচলন করে। এ ছাড়া অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও সরকারি প্রতিনিধি হিসেবে আর্থিক নীতি প্রণয়নসহ সার্বিক অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে।

২।ভোক্তা ব্যাংক বলতে কী বোঝো?

উত্তর : ভোক্তা সাধারণকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে সাহায্য করার জন্য গঠিত বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠানকে ভোক্তা ব্যাংক বলে।

এরূপ ব্যাংক ক্রেতাসাধারণের সুবিধার্থে ক্রেডিট কার্ড (Credit card) ইস্যু করে। যার মাধ্যমে সহজে পণ্যসামগ্রী ক্রয় করা যায়। এ ছাড়া এরূপ ব্যাংক বিভিন্ন ভোগ্যপণ্য; যেমন—ফ্রিজ, টিভি, গাড়ি ইত্যাদি সামগ্রী কিস্তির ভিত্তিতে সরবরাহ করে। আমাদের দেশে বিশেষায়িত এরূপ ব্যাংক নেই।

৩। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে?

উত্তর : বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রণের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, রিজার্ভ সংরক্ষণ, অভ্যন্তরীণ লেনদেন নিয়ন্ত্রণ এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা ইত্যাদি কাজের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে।

৪। কেন্দ্রীয় ব্যাংককে কেন সরকারের ব্যাংক বলা হয় তা ব্যাখ্যা করো।

উত্তর : কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কার্য সম্পাদন করে থাকে। তহবিল সংরক্ষণ, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, আর্থিক লেনদেন সম্পাদন, হিসাবে সংরক্ষণ, ঋণদান ও ঋণ তত্ত্বাবধান, সরকারের ব্যাংক হিসেবে করে থাকে।

কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা একটি দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাবাজার গঠন ও পরিচালনা, ঋণ নিয়ন্ত্রণ, নোট ও মুদ্রার প্রচলন এবং সরকার প্রণীত আর্থিক নীতিমালা বাস্তবায়নে অন্যতম নীতিনির্ধারক হিসেবে কাজ করে।

৫। ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতির প্রভাব বুঝিয়ে লেখো।

উত্তর : কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বিল, বন্ড, সার্টিফিকেট, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয়-বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণের যে কৌশল গ্রহণ করে তাকে খোলাবাজার নীতি বলে।

যাদের বাণিজ্যিক ব্যাংকসমূহে প্রচুর পরিমাণে অর্থ আমানত হিসেবে পড়ে থাকে, যাদের সরকারি উক্ত দলিলাদি ক্রয়ে উৎসাহিত হয়। এতে বাণিজ্যিক ব্যাংকসমূহের জমা তহবিলের পরিমাণ হ্রাস পায়। ফলে ব্যাংকগুলোর ঋণ প্রদান সামর্থ্য কমে। অন্যদিকে বাজারে অর্থসংকট দেখা দিলে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ প্রদান সামর্থ্যও হ্রাস পায়। সে সময় বাজারে অর্থ সরবরাহের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজার হতে বেসরকারি সিকিউরিটিজ শেয়ার, ঋণপত্র ইত্যাদি ক্রয় করে। এতে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায় এবং উক্ত অর্থ একসময় বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পৌঁছে। এতে তাদের ঋণদান সামর্থ্য বাড়ে ও বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।

৬। জনশক্তির মানোন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর : বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিয়োজিত জনশক্তির মানোন্নয়নের চেষ্টা চালায়। এ জন্য কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে প্রশিক্ষণ, ডিপ্লোমা সার্টিফিকেট লাভ ইত্যাদি বিষয়কে ব্যাংকে অন্যতম শর্ত হিসেবে বেছে নিয়েছে। ব্যাংক নিজের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ একাডেমি পরিচালনা করে।

একাদশ ও দ্বাদশ শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

 

দ্বিতীয় অধ্যায়

কেন্দ্রীয় ব্যাংক

অনুধাবনমূলক প্রশ্ন

১। কেন্দ্রীয় ব্যাংক কীভাবে কার্য পরিচালনা করে?

উত্তর : কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, নোট ও মুদ্রার প্রচলন করে। এ ছাড়া অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও সরকারি প্রতিনিধি হিসেবে আর্থিক নীতি প্রণয়নসহ সার্বিক অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে।

২।ভোক্তা ব্যাংক বলতে কী বোঝো?

উত্তর : ভোক্তা সাধারণকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে সাহায্য করার জন্য গঠিত বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠানকে ভোক্তা ব্যাংক বলে।

এরূপ ব্যাংক ক্রেতাসাধারণের সুবিধার্থে ক্রেডিট কার্ড (Credit card) ইস্যু করে। যার মাধ্যমে সহজে পণ্যসামগ্রী ক্রয় করা যায়। এ ছাড়া এরূপ ব্যাংক বিভিন্ন ভোগ্যপণ্য; যেমন—ফ্রিজ, টিভি, গাড়ি ইত্যাদি সামগ্রী কিস্তির ভিত্তিতে সরবরাহ করে। আমাদের দেশে বিশেষায়িত এরূপ ব্যাংক নেই।

৩। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে?

উত্তর : বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রণের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, রিজার্ভ সংরক্ষণ, অভ্যন্তরীণ লেনদেন নিয়ন্ত্রণ এবং বিদেশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা ইত্যাদি কাজের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে।

৪। কেন্দ্রীয় ব্যাংককে কেন সরকারের ব্যাংক বলা হয় তা ব্যাখ্যা করো।

উত্তর : কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কার্য সম্পাদন করে থাকে। তহবিল সংরক্ষণ, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, আর্থিক লেনদেন সম্পাদন, হিসাবে সংরক্ষণ, ঋণদান ও ঋণ তত্ত্বাবধান, সরকারের ব্যাংক হিসেবে করে থাকে।

কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা একটি দেশের ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাবাজার গঠন ও পরিচালনা, ঋণ নিয়ন্ত্রণ, নোট ও মুদ্রার প্রচলন এবং সরকার প্রণীত আর্থিক নীতিমালা বাস্তবায়নে অন্যতম নীতিনির্ধারক হিসেবে কাজ করে।

৫। ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতির প্রভাব বুঝিয়ে লেখো।

উত্তর : কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বিল, বন্ড, সার্টিফিকেট, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয়-বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণের যে কৌশল গ্রহণ করে তাকে খোলাবাজার নীতি বলে।

যাদের বাণিজ্যিক ব্যাংকসমূহে প্রচুর পরিমাণে অর্থ আমানত হিসেবে পড়ে থাকে, যাদের সরকারি উক্ত দলিলাদি ক্রয়ে উৎসাহিত হয়। এতে বাণিজ্যিক ব্যাংকসমূহের জমা তহবিলের পরিমাণ হ্রাস পায়। ফলে ব্যাংকগুলোর ঋণ প্রদান সামর্থ্য কমে। অন্যদিকে বাজারে অর্থসংকট দেখা দিলে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ প্রদান সামর্থ্যও হ্রাস পায়। সে সময় বাজারে অর্থ সরবরাহের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজার হতে বেসরকারি সিকিউরিটিজ শেয়ার, ঋণপত্র ইত্যাদি ক্রয় করে। এতে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায় এবং উক্ত অর্থ একসময় বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পৌঁছে। এতে তাদের ঋণদান সামর্থ্য বাড়ে ও বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।

৬। জনশক্তির মানোন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর : বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিয়োজিত জনশক্তির মানোন্নয়নের চেষ্টা চালায়। এ জন্য কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে প্রশিক্ষণ, ডিপ্লোমা সার্টিফিকেট লাভ ইত্যাদি বিষয়কে ব্যাংকে অন্যতম শর্ত হিসেবে বেছে নিয়েছে। ব্যাংক নিজের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ একাডেমি পরিচালনা করে।