নমুনা ভাইভা: অং সান সু চির বর্তমান অবস্থা কী?

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়ে গেছে। চলবে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষা এখনো বাকি আছে, তাঁদের জন্য অভিজ্ঞতার আলোকে একটি নমুনা ভাইভা তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (৪০তম বিসিএস) মো. জাকির হোসেন।

মো. জাকির হোসেন

অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম, দরজা লাগিয়ে সামনে গিয়ে চেয়ারম্যান স্যারসহ সবাইকে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসে ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার: বিসিএসের ক্যাডার পছন্দক্রমসহ নিজের সম্পর্কে বলুন?

মো. জাকির হোসেন: মার্কেটিং বিষয়ের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। গ্রামের বাড়ি কুমিল্লায়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চাকরির সুবাদে ঢাকায় থাকছি। বিসিএসে পছন্দক্রম প্রথম পররাষ্ট্র, দ্বিতীয় কাস্টমস এবং তৃতীয় প্রশাসন…।

এরপর প্রথম এক্সটারনালের কাছে দিয়ে দিলেন।
এক্সটারনাল ১: What is Diplomatic bag?
মো. জাকির হোসেন: Sir, Generally a diplomatic bag is a container or a bag in which official mail is sent to and from an embassy or consulate which is free from customs inspection. There is no actual size or definition of a bag in international relations because the construction materials or a giant supercomputer which is usually brought through a truck is not subject to inspection also.

এক্সটারনাল ১: What is Diplomatic Immunity?
মো. জাকির হোসেন: Sir, the immunity from local jurisdiction and exemption from taxation in the country to which a diplomat is accredited is known as diplomatic immunity. Not only the diplomats but also the embassy enjoys full diplomatic immunity. The residents of diplomats, their families and the other employees also enjoy partial diplomatic immunity in the hosting country.

এক্সটারনাল ২: Do you know about the Coup that happened yesterday?
মো. জাকির হোসেন: Sir it happened in an African country. Actually, it turned into failed but I can’t recall the country name right now (Name of the country-Burkina Faso).

এক্সটারনাল ২: What is economic Diplomacy?
মো. জাকির হোসেন: Sir, before going to talk about economic diplomacy. I want to say about what diplomacy is. Sir, diplomacy is actually the tool by which foreign policy is implemented. It is the skill of handling affairs without arousing conflict. Sir, Diplomacy which is related to Economics and economic affairs is known as Economic Diplomacy.

এক্সটারনাল ১: What is Vision 2041?
মো. জাকির হোসেন: The collective actions of building a secular, dignified and inclusive self-sufficient prosperous country by 2041 is known as Vision-2041.

এক্সটারনাল ১: What are the targets of vision-2041?
মো. জাকির হোসেন: Sir, there are several targets of vision 2041 but the main targets are to achieve Excellency in socio-economic indexes like in, Poverty level, Hunger, PCI, Life expectancy, etc.

এক্সটারনাল ১: What will be our PCI by 2041?
মো. জাকির হোসেন: Sir, as far as I know, it is more than 12000 thousand US Dollars but I Don’t know the exact figure.

এক্সটারনাল ১: What is our target by 2030?
মো. জাকির হোসেন: To upgrade ourselves as a Middle-income country and achieve SDGs. Actually, it will be higher middle-income country status.

তারপর তিনি ম্যাডামকে প্রশ্ন করতে দিলেন
চেয়ারম্যান স্যার: এটা আপনার কততম বিসিএস?
মো. জাকির হোসেন: স্যার, এটা আমার চতুর্থ বিসিএস।

চেয়ারম্যান স্যার: চতুর্থ বিসিএসের আগে কী পেয়েছেন?
মো. জাকির হোসেন: এর আগে ৩৬তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৯ম গ্রেডে ‘পরিসংখ্যান কর্মকর্তা’ হিসেবে সুপারিশপ্রাপ্ত হই।

চেয়ারম্যান স্যার: বিয়ে করেছেন?
মো. জাকির হোসেন: স্যার, আমি বিবাহিত।

চেয়ারম্যান স্যার: আপনার স্ত্রী কী করেন?
মো. জাকির হোসেন: আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’।

চেয়ারম্যান স্যার: ডিপিডিসি কোন ধরনের প্রতিষ্ঠান? নন-ক্যাডার প্রথম শ্রেণিতে যোগদান করেননি কেন?
মো. জাকির হোসেন: স্যার, ডিপিডিসি সরকারি মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। স্যার, ডিপিডিসিতে যোগদানের সময় আমি ন্যূনতম দুই বছর চাকরি করব এই মর্মে বন্ড দিয়েছিলাম কিন্তু পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখে আমার দুই বছর পূর্ণ না হওয়ায় প্রায় ১২ লাখ টাকা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিয়ে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করা লাগত। তাই যোগ দিতে পারিনি।

চেয়ারম্যান: মিয়ানমারের প্রেসিডেন্টের নাম?
মো. জাকির হোসেন: এই মুহূর্তে মনে করতে পারছি না।
এই উত্তর না পারাতে স্যার বললেন জাকির সাহেব, সারা দিন রোহিঙ্গা সমস্যা নিয়ে পড়ে আছেন। কীভাবে সমাধান করবেন, তাই নিয়ে ব্যস্ত কিন্তু মিয়ানমারের প্রেসিডেন্টের নামই না জানলে হবে?
মো. জাকির হোসেন: সরি স্যার, আমার জানা উচিত ছিল।

চেয়ারম্যান: অং সান সু চির বর্তমান অবস্থা কী?
মো. জাকির হোসেন: স্যার, মিয়ানমারের সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হন এবং সর্বশেষ (তখনকার জন্য প্রযোজ্য) দুর্নীতি, সহিংসতা ও ওয়াকিটকির মাধ্যমে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গসংক্রান্ত মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত।

কাগজপত্র দিয়ে আচ্ছা জাকির সাহেব, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ দিয়ে চেয়ার থেকে উঠে কয়েক কদম পেছনে গিয়ে সবাইকে পুনরায় সালাম দিয়ে বের হয়ে এলাম।

অনুলিখন: মোছা. জেলি খাতুন

নমুনা ভাইভা: অং সান সু চির বর্তমান অবস্থা কী?

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়ে গেছে। চলবে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষা এখনো বাকি আছে, তাঁদের জন্য অভিজ্ঞতার আলোকে একটি নমুনা ভাইভা তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (৪০তম বিসিএস) মো. জাকির হোসেন।

মো. জাকির হোসেন

অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম, দরজা লাগিয়ে সামনে গিয়ে চেয়ারম্যান স্যারসহ সবাইকে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসে ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান স্যার: বিসিএসের ক্যাডার পছন্দক্রমসহ নিজের সম্পর্কে বলুন?

মো. জাকির হোসেন: মার্কেটিং বিষয়ের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। গ্রামের বাড়ি কুমিল্লায়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চাকরির সুবাদে ঢাকায় থাকছি। বিসিএসে পছন্দক্রম প্রথম পররাষ্ট্র, দ্বিতীয় কাস্টমস এবং তৃতীয় প্রশাসন…।

এরপর প্রথম এক্সটারনালের কাছে দিয়ে দিলেন।
এক্সটারনাল ১: What is Diplomatic bag?
মো. জাকির হোসেন: Sir, Generally a diplomatic bag is a container or a bag in which official mail is sent to and from an embassy or consulate which is free from customs inspection. There is no actual size or definition of a bag in international relations because the construction materials or a giant supercomputer which is usually brought through a truck is not subject to inspection also.

এক্সটারনাল ১: What is Diplomatic Immunity?
মো. জাকির হোসেন: Sir, the immunity from local jurisdiction and exemption from taxation in the country to which a diplomat is accredited is known as diplomatic immunity. Not only the diplomats but also the embassy enjoys full diplomatic immunity. The residents of diplomats, their families and the other employees also enjoy partial diplomatic immunity in the hosting country.

এক্সটারনাল ২: Do you know about the Coup that happened yesterday?
মো. জাকির হোসেন: Sir it happened in an African country. Actually, it turned into failed but I can’t recall the country name right now (Name of the country-Burkina Faso).

এক্সটারনাল ২: What is economic Diplomacy?
মো. জাকির হোসেন: Sir, before going to talk about economic diplomacy. I want to say about what diplomacy is. Sir, diplomacy is actually the tool by which foreign policy is implemented. It is the skill of handling affairs without arousing conflict. Sir, Diplomacy which is related to Economics and economic affairs is known as Economic Diplomacy.

এক্সটারনাল ১: What is Vision 2041?
মো. জাকির হোসেন: The collective actions of building a secular, dignified and inclusive self-sufficient prosperous country by 2041 is known as Vision-2041.

এক্সটারনাল ১: What are the targets of vision-2041?
মো. জাকির হোসেন: Sir, there are several targets of vision 2041 but the main targets are to achieve Excellency in socio-economic indexes like in, Poverty level, Hunger, PCI, Life expectancy, etc.

এক্সটারনাল ১: What will be our PCI by 2041?
মো. জাকির হোসেন: Sir, as far as I know, it is more than 12000 thousand US Dollars but I Don’t know the exact figure.

এক্সটারনাল ১: What is our target by 2030?
মো. জাকির হোসেন: To upgrade ourselves as a Middle-income country and achieve SDGs. Actually, it will be higher middle-income country status.

তারপর তিনি ম্যাডামকে প্রশ্ন করতে দিলেন
চেয়ারম্যান স্যার: এটা আপনার কততম বিসিএস?
মো. জাকির হোসেন: স্যার, এটা আমার চতুর্থ বিসিএস।

চেয়ারম্যান স্যার: চতুর্থ বিসিএসের আগে কী পেয়েছেন?
মো. জাকির হোসেন: এর আগে ৩৬তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৯ম গ্রেডে ‘পরিসংখ্যান কর্মকর্তা’ হিসেবে সুপারিশপ্রাপ্ত হই।

চেয়ারম্যান স্যার: বিয়ে করেছেন?
মো. জাকির হোসেন: স্যার, আমি বিবাহিত।

চেয়ারম্যান স্যার: আপনার স্ত্রী কী করেন?
মো. জাকির হোসেন: আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’।

চেয়ারম্যান স্যার: ডিপিডিসি কোন ধরনের প্রতিষ্ঠান? নন-ক্যাডার প্রথম শ্রেণিতে যোগদান করেননি কেন?
মো. জাকির হোসেন: স্যার, ডিপিডিসি সরকারি মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। স্যার, ডিপিডিসিতে যোগদানের সময় আমি ন্যূনতম দুই বছর চাকরি করব এই মর্মে বন্ড দিয়েছিলাম কিন্তু পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখে আমার দুই বছর পূর্ণ না হওয়ায় প্রায় ১২ লাখ টাকা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিয়ে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে যোগদান করা লাগত। তাই যোগ দিতে পারিনি।

চেয়ারম্যান: মিয়ানমারের প্রেসিডেন্টের নাম?
মো. জাকির হোসেন: এই মুহূর্তে মনে করতে পারছি না।
এই উত্তর না পারাতে স্যার বললেন জাকির সাহেব, সারা দিন রোহিঙ্গা সমস্যা নিয়ে পড়ে আছেন। কীভাবে সমাধান করবেন, তাই নিয়ে ব্যস্ত কিন্তু মিয়ানমারের প্রেসিডেন্টের নামই না জানলে হবে?
মো. জাকির হোসেন: সরি স্যার, আমার জানা উচিত ছিল।

চেয়ারম্যান: অং সান সু চির বর্তমান অবস্থা কী?
মো. জাকির হোসেন: স্যার, মিয়ানমারের সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হন এবং সর্বশেষ (তখনকার জন্য প্রযোজ্য) দুর্নীতি, সহিংসতা ও ওয়াকিটকির মাধ্যমে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গসংক্রান্ত মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত।

কাগজপত্র দিয়ে আচ্ছা জাকির সাহেব, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ দিয়ে চেয়ার থেকে উঠে কয়েক কদম পেছনে গিয়ে সবাইকে পুনরায় সালাম দিয়ে বের হয়ে এলাম।

অনুলিখন: মোছা. জেলি খাতুন