বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

বেলাল হোসাইন বকুল
নতুন প্রক্টর এসএম ইউসুফ আলী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এসএম ইউসুফ আলী।রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ বিষয়ে জানানো হয়েছে। আগামী ২ (দুই) বছরের জন্য ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনের জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত প্রক্টর ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর একটা শিক্ষার পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টির জন্যই এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এ দায়িত্ব যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।

এসএম আলী ২০০২ সালে বেলতৈল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে ২০০৪ সালের এইচএসসি পাস করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৩৩তম বিসিএসে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ২০২০ সালে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

ইবিহো/এসএস

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

বেলাল হোসাইন বকুল
নতুন প্রক্টর এসএম ইউসুফ আলী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এসএম ইউসুফ আলী।রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ বিষয়ে জানানো হয়েছে। আগামী ২ (দুই) বছরের জন্য ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনের জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত প্রক্টর ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর একটা শিক্ষার পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টির জন্যই এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এ দায়িত্ব যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।

এসএম আলী ২০০২ সালে বেলতৈল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে ২০০৪ সালের এইচএসসি পাস করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৩৩তম বিসিএসে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ২০২০ সালে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

ইবিহো/এসএস