বাংলায় কাঙ্ক্ষিত ফল পাওয়ার কৌশল

ড. সনজিত পাল

 

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

লক্ষ্মীবাজার, ঢাকা

প্রিয় শিক্ষার্থীরা, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র উভয় বিষয়েই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। বাংলা প্রথমপত্রে সাতটি গদ্য ও সাতটি কবিতাসহ নাটক ও উপন্যাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গদ্য থেকে চারটি, কবিতা থেকে তিনটি, উপন্যাস থেকে দুটি ও নাটক থেকে দুটি করে মোট এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে। এই এগারোটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় থাকবে এক ঘণ্টা চল্লিশ মিনিট। এগারোটি প্রশ্ন থেকে চারটি প্রশ্ন বাছাই করে উত্তর দিতে অনেক সময় শিক্ষার্থীরা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে। কোন প্রশ্নের উত্তর দিবে, কোনটির দিবে না। অনেকে বাছাই করতে গিয়ে সময় নষ্ট করে। তোমাদের দ্বিধা কাটানোর জন্য বলছি, তোমরা গদ্য ও উপন্যাসকে বেশি করে জোর দিবে। গদ্য অংশ থেকে দেওয়া প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার অংশগুলো সহজেই ধরা যায়। কবিতার থেকে গদ্যাংশের এ বিষয় অপেক্ষাকৃত সহজ। তবে যারা কবিতার অংশে প্রতিটি কবিতার লাইন ভালো করে বুঝতে সক্ষম হয়েছ, তারা সহজেই কবিতার প্রশ্নের উত্তর দিতে পার। গদ্য অংশের প্রবন্ধের চেয়ে গল্পের প্রশ্নের উত্তর সহজ হয় এবং তা নিখুঁতভাবে বোঝা যায়। বাংলা দ্বিতীয় পত্রের ১নং প্রশ্নে বাংলা উচ্চারণের নিয়ম থাকবে এবং অথবা হিসাবে থাকবে বাংলা বানানের নিয়মরীতি ও শুদ্ধ বানান। ২নং প্রশ্নে থাকবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি এবং অথবা হিসাবে থাকবে ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়। ৩নং প্রশ্নে থাকবে বাক্যতত্ত্ব বা বাক্যের গঠন ও শ্রেণিকরণ বিষয়ক প্রশ্ন এবং অথবা হিসাবে থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। ৪নং প্রশ্নে থাকবে পারিভাষিক শব্দ এবং অথবা হিসাবে থাকবে অনুচ্ছেদের অনুবাদ। ৫নং প্রশ্নে থাকবে আবেদন পত্র ও সংবাদপত্রে প্রকাশিত পত্র এবং অথবা হিসাবে থাকবে সংবাদ প্রতিবেদন। ৬নং প্রশ্নে থাকবে সারাংশ কিংবা সারমর্ম এবং অথবা হিসাবে থাকবে ভাবসম্প্রসারণ। ৭নং প্রশ্নে থাকবে সংলাপ এবং অথবা হিসাবে থাকবে খুদেগল্প রচনা। পরীক্ষার সময় যেহেতু দুই ঘণ্টা, তাই সারাংশ বা সারমর্ম এবং খুদে গল্প না লেখার জন্য বলব। যদি তোমরা দুই ঘণ্টা সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পার, তাহলে সংলাপ ও ভাবসম্প্রসারণ পর্যাপ্ত পরিমাণ তথ্য দিয়ে লেখতে পারবে।

বাংলায় কাঙ্ক্ষিত ফল পাওয়ার কৌশল

ড. সনজিত পাল

 

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

লক্ষ্মীবাজার, ঢাকা

প্রিয় শিক্ষার্থীরা, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র উভয় বিষয়েই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। বাংলা প্রথমপত্রে সাতটি গদ্য ও সাতটি কবিতাসহ নাটক ও উপন্যাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গদ্য থেকে চারটি, কবিতা থেকে তিনটি, উপন্যাস থেকে দুটি ও নাটক থেকে দুটি করে মোট এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে। এই এগারোটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় থাকবে এক ঘণ্টা চল্লিশ মিনিট। এগারোটি প্রশ্ন থেকে চারটি প্রশ্ন বাছাই করে উত্তর দিতে অনেক সময় শিক্ষার্থীরা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে। কোন প্রশ্নের উত্তর দিবে, কোনটির দিবে না। অনেকে বাছাই করতে গিয়ে সময় নষ্ট করে। তোমাদের দ্বিধা কাটানোর জন্য বলছি, তোমরা গদ্য ও উপন্যাসকে বেশি করে জোর দিবে। গদ্য অংশ থেকে দেওয়া প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার অংশগুলো সহজেই ধরা যায়। কবিতার থেকে গদ্যাংশের এ বিষয় অপেক্ষাকৃত সহজ। তবে যারা কবিতার অংশে প্রতিটি কবিতার লাইন ভালো করে বুঝতে সক্ষম হয়েছ, তারা সহজেই কবিতার প্রশ্নের উত্তর দিতে পার। গদ্য অংশের প্রবন্ধের চেয়ে গল্পের প্রশ্নের উত্তর সহজ হয় এবং তা নিখুঁতভাবে বোঝা যায়। বাংলা দ্বিতীয় পত্রের ১নং প্রশ্নে বাংলা উচ্চারণের নিয়ম থাকবে এবং অথবা হিসাবে থাকবে বাংলা বানানের নিয়মরীতি ও শুদ্ধ বানান। ২নং প্রশ্নে থাকবে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি এবং অথবা হিসাবে থাকবে ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়। ৩নং প্রশ্নে থাকবে বাক্যতত্ত্ব বা বাক্যের গঠন ও শ্রেণিকরণ বিষয়ক প্রশ্ন এবং অথবা হিসাবে থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। ৪নং প্রশ্নে থাকবে পারিভাষিক শব্দ এবং অথবা হিসাবে থাকবে অনুচ্ছেদের অনুবাদ। ৫নং প্রশ্নে থাকবে আবেদন পত্র ও সংবাদপত্রে প্রকাশিত পত্র এবং অথবা হিসাবে থাকবে সংবাদ প্রতিবেদন। ৬নং প্রশ্নে থাকবে সারাংশ কিংবা সারমর্ম এবং অথবা হিসাবে থাকবে ভাবসম্প্রসারণ। ৭নং প্রশ্নে থাকবে সংলাপ এবং অথবা হিসাবে থাকবে খুদেগল্প রচনা। পরীক্ষার সময় যেহেতু দুই ঘণ্টা, তাই সারাংশ বা সারমর্ম এবং খুদে গল্প না লেখার জন্য বলব। যদি তোমরা দুই ঘণ্টা সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পার, তাহলে সংলাপ ও ভাবসম্প্রসারণ পর্যাপ্ত পরিমাণ তথ্য দিয়ে লেখতে পারবে।