বিসিএস লিখিত: সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিসিএস প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে পঞ্চম পর্ব:

ছবি: সংগৃহীত

শেখ রিয়াজুল ইসলাম

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা জেনারেল এবং উভয় ক্যাডারে আবেদন করেন, তাঁদের ১০০ নম্বরের সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে অন্যান্য বিষয়ের চেয়ে বেশি নম্বর তোলা যায়। লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ১০০ নম্বর তিনটি অংশে বিভক্ত। Part-A সাধারণ বিজ্ঞান, Part-B কম্পিউটার এবং Part-C ইলেকট্রনিকস। লিখিত পরীক্ষায় ভালো করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় মেনটেইন করে দ্রুত লেখা। সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের উত্তর দিতে হয়। যেখানে প্রতিটি নম্বরের জন্য দেড় মিনিটের মতো সময় পাওয়া যায়। তাই এ বিষয়ে আরও বেশি সময়সচেতন হতে হবে।

Part-A সাধারণ বিজ্ঞান (৬০ নম্বর)
সাধারণ বিজ্ঞান অংশে ৯ সেট প্রশ্নের মধ্যে ৮ সেট প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রতি সেট প্রশ্নের মান থাকে ৭.৫। এই অংশের উত্তর করার জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিতে পারেন। এই অংশে ভালো করার জন্য নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই এবং ভালো মানের একটি গাইড ফলো করবেন। প্রথমত বিগত প্রশ্নগুলো ভালো করে রিভিশন দেবেন। এখানে সিলেবাস এবং বিগত প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হলো: খাদ্য ও পুষ্টি, জৈবপ্রযুক্তি, রোগ ও স্বাস্থ্য, পানি, আমাদের সম্পদ অর্থাৎ পরিবেশ-সংক্রান্ত প্রশ্ন। এ ছাড়া আলো, শব্দ ও চুম্বকত্ব রয়েছে।

Part-B কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২৫ নম্বর) 
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে সাধারণত ১২টি প্রশ্নের মধ্যে সাধারণত ১০টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান থাকে ২.৫ নম্বর। এই অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট সময় নিতে পারেন। এই অংশে ভালো করার জন্য নবম-দশম শ্রেণির এবং একাদশ-দ্বাদশ শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বইটি ফলো করতে হবে। পাশাপাশি যেকোনো ভালো মানের একটা গাইড রাখতে পারেন। প্রিলিমিনারিতে যে বইটি ফলো করছেন সেটি অবশ্যই একবার রিভিশন দেবেন। বিগত প্রশ্নগুলো, বিশেষ করে ৩৫ থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। এর মধ্যে যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকের আনুষঙ্গিক বিষয়গুলো ভালো করে পড়বেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হলো: কম্পিউটারের গঠন ও এর বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য, মেমোরি প্রকারভেদ, ইনপুট ও আউটপুট ডিভাইস এবং এগুলোর কাজ, কম্পিউটারের সফটওয়্যার সিস্টেম, কম্পিউটার ভাইরাস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতি ও নেটওয়ার্কিং ডিভাইস, ইন্টারনেট প্রটোকল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সোশ্যাল মিডিয়া, ই-মেইল, ই-কমার্স, দৈনন্দিন জীবনে কম্পিউটার, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার প্রভৃতি।

Part-C ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজি (১৫ নম্বর)
এই অংশে সাধারণত ৮টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের নম্বর থাকে ২.৫। এই অংশের জন্য ২৫ মিনিট সময় নিতে পারেন। এই অংশের জন্য বিগত প্রশ্নগুলো, বিশেষ করে ৩৫ থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। এর মধ্যে যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকের আনুষঙ্গিক বিষয়গুলো ভালো করে পড়বেন। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো: ওহমের সূত্র, কার্শফের সূত্র, রোধের প্রকারভেদ, সার্কিটের প্রকারভেদ, ট্রান্সফর্মার, বৈদ্যুতিক মোটরের গঠন ও কাজ, নিউক্লিয়ার শক্তি, আইসি, ডিজিটাল ডিভাইসের ব্যবহার প্রভৃতি। তবে এই অংশে বেশ জটিল কিছু বিষয় আছে, যদি বিজ্ঞানে আপনি বেশি দুর্বল হন তাহলে খুব দুর্বোধ্য অংশগুলো বাদ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়
যাঁদের বিজ্ঞানে বেসিক ভালো, তাঁদের এই বিষয়টি খুবই সহজ হয়। আর যাঁদের বিজ্ঞানে বেসিক ভালো নয়, তাঁদের জন্য এই বিষয় সবচেয়ে কঠিন মনে হয়। তাই আপনার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নেবেন। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আগে রিভিশন দেবেন (সাজেশনে ধারাবাহিকভাবে উল্লেখ করেছি)। উত্তর অবশ্যই ‘To The Point’-এ দেবেন। অন্যথায় সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চিত্র/ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা বিষয়ে প্রাসঙ্গিক চিত্র দেওয়ার চেষ্টা করবেন। বিজ্ঞানের মুখস্থ করার চেয়ে কনসেপ্ট ক্লিয়ার করা খুব গুরুত্বপূর্ণ। তাই যে বিষয়ে আপনার স্পষ্ট ধারণা নেই, সেগুলো কারও সাহায্য নিয়ে বেসিক বুঝে আয়ত্তে আনবেন।

শেখ রিয়াজুল ইসলাম, ৪০তম বিসিএস (কৃষি ক্যাডার)

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

বিসিএস লিখিত: সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিসিএস প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে পঞ্চম পর্ব:

ছবি: সংগৃহীত

শেখ রিয়াজুল ইসলাম

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা জেনারেল এবং উভয় ক্যাডারে আবেদন করেন, তাঁদের ১০০ নম্বরের সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে অন্যান্য বিষয়ের চেয়ে বেশি নম্বর তোলা যায়। লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ১০০ নম্বর তিনটি অংশে বিভক্ত। Part-A সাধারণ বিজ্ঞান, Part-B কম্পিউটার এবং Part-C ইলেকট্রনিকস। লিখিত পরীক্ষায় ভালো করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় মেনটেইন করে দ্রুত লেখা। সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের উত্তর দিতে হয়। যেখানে প্রতিটি নম্বরের জন্য দেড় মিনিটের মতো সময় পাওয়া যায়। তাই এ বিষয়ে আরও বেশি সময়সচেতন হতে হবে।

Part-A সাধারণ বিজ্ঞান (৬০ নম্বর)
সাধারণ বিজ্ঞান অংশে ৯ সেট প্রশ্নের মধ্যে ৮ সেট প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রতি সেট প্রশ্নের মান থাকে ৭.৫। এই অংশের উত্তর করার জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিতে পারেন। এই অংশে ভালো করার জন্য নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই এবং ভালো মানের একটি গাইড ফলো করবেন। প্রথমত বিগত প্রশ্নগুলো ভালো করে রিভিশন দেবেন। এখানে সিলেবাস এবং বিগত প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হলো: খাদ্য ও পুষ্টি, জৈবপ্রযুক্তি, রোগ ও স্বাস্থ্য, পানি, আমাদের সম্পদ অর্থাৎ পরিবেশ-সংক্রান্ত প্রশ্ন। এ ছাড়া আলো, শব্দ ও চুম্বকত্ব রয়েছে।

Part-B কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২৫ নম্বর) 
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে সাধারণত ১২টি প্রশ্নের মধ্যে সাধারণত ১০টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান থাকে ২.৫ নম্বর। এই অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট সময় নিতে পারেন। এই অংশে ভালো করার জন্য নবম-দশম শ্রেণির এবং একাদশ-দ্বাদশ শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বইটি ফলো করতে হবে। পাশাপাশি যেকোনো ভালো মানের একটা গাইড রাখতে পারেন। প্রিলিমিনারিতে যে বইটি ফলো করছেন সেটি অবশ্যই একবার রিভিশন দেবেন। বিগত প্রশ্নগুলো, বিশেষ করে ৩৫ থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। এর মধ্যে যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকের আনুষঙ্গিক বিষয়গুলো ভালো করে পড়বেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হলো: কম্পিউটারের গঠন ও এর বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য, মেমোরি প্রকারভেদ, ইনপুট ও আউটপুট ডিভাইস এবং এগুলোর কাজ, কম্পিউটারের সফটওয়্যার সিস্টেম, কম্পিউটার ভাইরাস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতি ও নেটওয়ার্কিং ডিভাইস, ইন্টারনেট প্রটোকল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সোশ্যাল মিডিয়া, ই-মেইল, ই-কমার্স, দৈনন্দিন জীবনে কম্পিউটার, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার প্রভৃতি।

Part-C ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজি (১৫ নম্বর)
এই অংশে সাধারণত ৮টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের নম্বর থাকে ২.৫। এই অংশের জন্য ২৫ মিনিট সময় নিতে পারেন। এই অংশের জন্য বিগত প্রশ্নগুলো, বিশেষ করে ৩৫ থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। এর মধ্যে যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকের আনুষঙ্গিক বিষয়গুলো ভালো করে পড়বেন। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো: ওহমের সূত্র, কার্শফের সূত্র, রোধের প্রকারভেদ, সার্কিটের প্রকারভেদ, ট্রান্সফর্মার, বৈদ্যুতিক মোটরের গঠন ও কাজ, নিউক্লিয়ার শক্তি, আইসি, ডিজিটাল ডিভাইসের ব্যবহার প্রভৃতি। তবে এই অংশে বেশ জটিল কিছু বিষয় আছে, যদি বিজ্ঞানে আপনি বেশি দুর্বল হন তাহলে খুব দুর্বোধ্য অংশগুলো বাদ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়
যাঁদের বিজ্ঞানে বেসিক ভালো, তাঁদের এই বিষয়টি খুবই সহজ হয়। আর যাঁদের বিজ্ঞানে বেসিক ভালো নয়, তাঁদের জন্য এই বিষয় সবচেয়ে কঠিন মনে হয়। তাই আপনার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নেবেন। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলো আগে রিভিশন দেবেন (সাজেশনে ধারাবাহিকভাবে উল্লেখ করেছি)। উত্তর অবশ্যই ‘To The Point’-এ দেবেন। অন্যথায় সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চিত্র/ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা বিষয়ে প্রাসঙ্গিক চিত্র দেওয়ার চেষ্টা করবেন। বিজ্ঞানের মুখস্থ করার চেয়ে কনসেপ্ট ক্লিয়ার করা খুব গুরুত্বপূর্ণ। তাই যে বিষয়ে আপনার স্পষ্ট ধারণা নেই, সেগুলো কারও সাহায্য নিয়ে বেসিক বুঝে আয়ত্তে আনবেন।

শেখ রিয়াজুল ইসলাম, ৪০তম বিসিএস (কৃষি ক্যাডার)

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম